https://ifatwa.info/71111/
উপরুক্ত লিংকের ৬ নম্বর প্রশ্নের উত্তর।
০৬।
৬.১
ভূল বশত হওয়ায় আপনার ঈমান চলে যাবেনা।
কেননা "জাহালত" শরীয়তে ওযর হিসেবে বিবেচিত।
তবে আপনি খালেস দিলে তওবা করে নিবেন।
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১. হুজুর আজ একটা কাজ করতে গিয়ে, একটা জিনিষ কে টান দিয়ে কাটতে গিয়েছিলাম দিয়ে "** ইয়া "" বলে চুপ হয়ে যায় আমার তখনি মনে হলো যদি আলী বলে ফেলি তাহলে সব শেষ। দিয়ে আমার সন্দেহ হতে লাগলো। তাই আমি * ইয়া* বলে চুপ হয়েছিলাম বা আল্লাহ বলেছি।
হুজুর ভুলে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল । কিন্তু বেরোয়নি ওয়াসওয়াসা র জন্য এমন হচ্ছে কিন্তু হুজুর আল্লাহ কসম আমার মুখ থেকে বেরোয়নি ।শুধু মাত্র মনে হয়েছিল। আর যদিও বেরিয়ে যেতো তাহলে মনে না থাকার কারণে বেরিয়ে যেত এতে আমার কোনো হাত থাকতোনা । যাইহোক বেরোয়নি অর্ধেক বলেই মনে হয়েছিল।
হুজুর এক্ষেত্রে কি আমার ঈমান চলে যাবে । খুব ভয় এর চিন্তা তে শেষ হয়ে যাচ্ছি।
২. যাইহোক হুজুর আমার ঈমান বজায় আছে তো??
৩.হুজুর আল্লাহ কসম যদি আমি বলতাম তাহলে আমার মনে না থাকার কারণে ই ভুল করে মনে না থাকার কারণে বেরিয়ে যেতো তাহলে কি আমি মাফ পেতাম?? আমার ঈমান থাকতো??
তখন কি আমার জন্য ওজর বিল জাহালোত গ্রাহ্য হতো?