আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
178 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)

১)মাথা মুন্ডানো যে সুন্নাত সেটা আমি স্পষ্ট জানতাম না অনেক আগে কোনো এক জায়গায় দেখছিলাম সেখানে বুঝেছিলাম যে সুন্নত নয়

কিন্তু আজ ফতোয়ায় দেখলাম মাথা মুন্ডানো সাহাবীদের সুন্নাত

আমার এক বন্ধু কয়দিন আগে টাক হয়।আমি তাকে দেখে হেসেছিলাম।তখন আমি যাথা মুন্ডানো সুন্নত এই বিধান জানতাম না। আজই ফতোয়া থেকে জানলাম।

এখন ওই বন্ধুকে দেখে হাসার কারণে কি ঈমান ভঙ্গ হবে?

২) মাথার দুই সাইড আর পিছে ছোট আর উপরে তার তুলনায় বড় (কাউকে অনুসরণ না করে) এভাবে চুল কাটা কি জায়েজ হবে?

৩) বর্তমানে কিছু কাপড় দেখা যায় যাকে Unisex বলে বিক্রি করা হয়।যেমন বড় সাইজের গেঞ্জি,কিছু ডিজাইনের জুতা

তারা বলে ছেলে মেয়ে সবাই এটা পড়তে পারবে

এটি কি জায়েজ?এমন কাপড় বিক্রি করে উপার্জন কি হালাল হবে?

৪)কোনো নারী যদি ঘরে গেঞ্জি পরে যা পুরুষের পোশাক কিন্তু এটি পরে স্বামী ব্যতীত অন্য কারো সামনে না যায় শুধু ঘরে পরে তাহলে কি জায়েজ হবে?

৫) কোনো ছেলে যদি ঘরের ভিতর চুলে ব্যান্ড পরে তাহলে কি জায়েজ হবে?

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
https://ifatwa.info/47004/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ
অকাট্য ভাবে প্রমানিত শরীয়তের কোনো জরুরি বিধান নিয়ে হাসি ঠাট্রা করলে ঈমান চলে যায়।
  
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

 قُلْ أَبِاللهِ وَآيَاتِهِ وَرَسُوْلِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُوْنَ، لاَ تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيْمَانِكُمْ 

‘আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে তাঁর হুকুম-আহকামের সাথে এবং তাঁর রাসূলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা কর না, ঈমান আনার পর তোমরা যে কাফির হয়ে গেছ’ (তওবা ৬৫-৬৬)। 

 فَنَذَرُ الَّذِيْنَ لاَ يَرْجُوْنَ لِقَاءَنَا فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ 

‘সুতরাং যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, আমি তাদেরকে তাদের দুষ্টামীতে ব্যতিব্যস্ত করে রাখি’ (ইউনুস ১১)। 

এ ধরনের লোকদের সাথে উঠাবসা, চলাফেরা ত্যাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত তারা উক্ত আচরণ পরিত্যাগ না করে। 

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلاَ تَقْعُدُوْا مَعَهُمْ حَتَّى يَخُوْضُوْا فِيْ حَدِيْثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللهَ جَامِعُ الْمُنَافِقِيْنَ وَالْكَافِرِيْنَ فِيْ جَهَنَّمَ جَمِيْعًا-
‘আর কুরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারী করে দিয়েছেন যে, যখন আল্লাহর আয়াত সমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রূপ করতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গ পরিবর্তন করে। অন্যথা তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ মুনাফিক ও কাফিরদেরকে জাহান্নামে একই জায়গায় সমবেত করবেন’ (নিসা ১৪০)। 

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
প্রশ্নে উল্লেখিত ছুরতে ঐ বন্ধুকে দেখে হাসার কারনে ঈমান ভঙ্গ হবেনা।

(০২)
এভাবে চুল কাটা জায়েজ নেই।

বিস্তারিত জানুনঃ- 

(০৩)
উক্ত গেঞ্জি নারীরা স্বামীর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঘরের মধ্যে পড়তে পারবে।
জামার নিচে সর্বদা পড়তে পারবে।

তবে শুধু সেই গেঞ্জি পড়ে স্বামী ব্যাতিত অন্য কাহারো সামনে যাওয়া যাবেনা।

আর জুতার ক্ষেত্রে উক্ত জুতা নারীদের জন্য প্রচলিত হলে নারীরাও পড়তে পারবে।

(০৪)
হ্যাঁ, জায়েজ হবে।

(০৫)
জায়েজ হবে।

বিস্তারিত জানুনঃ-


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 1,172 views
...