বিসমিহি তা'আলা
সমাধানঃ-
প্রচলিত সহশিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ কে ফুকাহায়ে কেরামগণ জরুরতের ধরুণ অনুমতি দিয়েছেন।তাই নকলের প্রতিরোধ হিসেবে কানকে খোলা রাখা যেতে পারে।তবে শর্ত হল, সমস্ত শরীরকে অবশ্যই ঢেকে রাখতে হবে।
স্বরণ রাখতে হবে যে,এ অনুমতি জরুরত পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।যতদিন না আমাদের দেশে একক শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে ততদিন ইস্তেগফারের সাথে এ শিক্ষায় শিক্ষা কার্য চালিয়ে যাবার পরামর্শ ফুকাহায়ে কিরামগণ দিয়ে থাকেন।
সহশিক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-৪৩৪, ৬১৪, ৬৫৪, ৫৪০
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.