ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
রমজানের শেষ দশকের সুন্নত ইতিকাফ কাযা হয়ে গেলে, পরবর্তীতে রোযাসহ একদিন ইতিকাফকে কা'যা করে নিলেই হবে। তাছাড়া পরবর্তী রমজান মাসেও কা'যা করা যাবে।
(২)
১০ দিন ইতেকাফের নিয়ত করারর পর ৩ দিন ইতিকাফ করার পর হায়েয চলে আসলে, ৭ দিনের ইতেকাফ করতে হবে না।বরং যেদিন রোযা ভেঙ্গেছে শুধু সেদিনের কাযা করলেই হবে।
(৩)
প্রথমদিন ২০২১ সালের কাযা ইতেকাফ আদায় করা হবে, এরপর পরিবর্তী দিন ২০২২ সালের কাযার নিয়ত করা হবে।এভাবে কাযা আদায় করলেও হবে।
(৪)
وَالْمَرْأَةُ تَعْتَكِفُ فِي مَسْجِدِ بَيْتِهَا إذَا اعْتَكَفَتْ فِي مَسْجِدِ بَيْتِهَا فَتِلْكَ الْبُقْعَةُ فِي حَقِّهَا كَمَسْجِدِ الْجَمَاعَةِ فِي حَقِّ الرَّجُلِ لَا تَخْرُجُ مِنْهُ إلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ كَذَا فِي شَرْحِ الْمَبْسُوطِ لِلْإِمَامِ السَّرَخْسِيِّ. وَلَوْ اعْتَكَفَتْ فِي مَسْجِدِ الْجَمَاعَةِ جَازَ وَيُكْرَهُ هَكَذَا فِي مُحِيطِ السَّرَخْسِيِّ. وَالْأَوَّلُ أَفْضَلُ،«الفتاوى الهندية» (1/ 211)
মহিলা ঘরের মসজিদে ইতিকাফ করবে। যখন মহিলা ঘরের মসজিদে ইতিকাফ শুরু করবে, তখন সেই জায়গা ঐ মহিলার জন্য জামে মসজিদের সমতুল্য হিসেবে গণ্য হবে। মহিলা ঐ ঘর থেকে মানবিক হাজত ব্যতিত বের হতে পারবে না।( মাবসুত-সারখাসি) মহিলার জন্য জামে মসজিদে ইতিকাফ করা মাকরুহে তাহরিমি। তবে সর্বাবস্থায় ঘরেই ইতিকাফ উত্তম। ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২১১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাড়ীর কোনো একটি রুম নামাযের জন্য নির্ধারিত থাকলে, মহিলা সেই রুমেই ইতিকাফে বসবেন।এই ঘর থেকে মহিলা আর বের হতে পারবেন না।
(৫)
নফল ইতিকাফ এক মুহূর্ত, এক ঘন্টার জন্যও করা যায়। সুতরাং প্রয়োজনে আপনার বিবরণমতে ইতিকাফ করতে পারবেন।
(৬)
নফল /সাপ্তাহিক রোজা থাকা অবস্থায় স্বামী রোজা সম্পর্কে অবগত না থাকায় সহবাস করে ফেললে তখন সেই রোজার কাযা করতে হবে।