আসসালামু আলাইকুম।
আমি কিছুদিন আগে আমার স্ত্রীর সাথে একটা পার্কে ফুচকা খেতে যাই। ফুচকা টা খেতে একদম বাজে ছিলো। আমি আর আমার স্ত্রী হাসাহাসি করতে ছিলাম যে ফুচকাআলা লোকটা(পুরুষ) বাজে ফুচকা বানায়।
আমি মনের অজান্তে উদ্দেশ্যহীনভাবে ফুচকা আলার উপর রাগ হয়ে ফুচকা আলাকে শব্দটা এভাবে বলে উঠলাম,,, " তালাক দিলাম" , আর খাবো না ওনাদের কাছ থেকে। ওনারা বাজে ফুচকা বানায় ।আমার স্ত্রী কথাটা শুনতে পায় সে তখন বুঝতে পারছে আমি ফুচকা ঝালমুড়ি আলারে তালাক দিলাম বলছি মনের অজান্তে।
কথাটা আমি আমার স্ত্রীকে উদ্দেশ্য করে কিছু বলি নাই,কারন সে পিছনে হাটতে ছিলো, সে "তালাক দিলাম" শব্দটা শুনছে। আর সে জানে যে, আমি ফুচকাআলা ঝালমুড়ি আলাকে ঠাট্টা করে বলছি যে ফুচকাআলারে তালাক দিলাম ।
কারন আমি ভাবতাম তালাক মানে কেটে পড়া বা ছিন্ন করা, তাই আমি ঐ ফুচকাওয়ালার কাছ থেকে কোনদিন খাবার খাবোনা তাই ফুচকাআলা আর ঝালমুড়ি যে বিক্রি করা লোকটারে উদ্দ্যেশ্য করে ভুলবশত মুখ ফসকে তালাক দিলাম বলছি। মানে কোনদিন ওনাদের কাছ থেকে কিনবো না বা খাবো না তাই তাদের উদ্দেশ্য করে বলছি.
কিন্তু হঠাৎ মনে হলো এই " তালাক দিলাম" শব্দ টা আমার স্ত্রীর সামনে উচ্চারণ করা উচিত হয় নি,,,,,যদিও আমি ফুচকাওয়ালা ঝালমুড়ি আলারে উদ্দেশ্য করে তাদের তালাক দিলাম বলছি।
এটা একটা হাস্যকর অবস্থা।।। তৎক্ষনাৎ মনে হলো এ রকম ভাবে তাদের বলাটা উচিত হয়নি।
তারপরও জানতে চাই এটার জন্য কোন সমস্যা হবে কিনা।