আসসালামু আলাইকুম, আমার একজন পরিচিত বয়স্ক মানুষ দূর থেকে এসেছে ১মাস থাকার নিয়তে,,উনি জানতো না যে ১৫দিনের বেশি থাকার নিয়তে আসলে কসর আদায় না করে নরমালি নামায পড়তে হয়,,উনি ২/৩দিন কসর আদায় করে ফেলেছে,,এখন উনি কি আবার অই নামায গুলোর কাযা আদায় করবে?নাকি যেভাবে আছে সেভাবেই থাকবে?