আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
237 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (13 points)
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ....আমি আইওএমের লাস্ট সেমিস্টারের স্টুডেন্ট। আমাকে একটু পরামর্শ দিবেন প্লিজ।

আমার বাবার সাথে মায়ের বিয়ের পর আমরা ৬ ভাইবোন(তিন ভাই-তিন বোন) হই,তখন থেকেই মা মারাত্নক লেভেলের সিহরে আক্রান্ত হয়ে যায়(অনেক ডাক্তার দেখানো হয়,লাভ হয় না,রুকিয়া সম্পর্কে কোন আইডিয়া ছিল না তখন)।বাবা তখন সৌদি প্রবাসী ছিলেন,একটু বদমেজাজিও...আমরা বোনেরা ছোট আর মায়ের এ অবস্থা দেখে বাবা আরেকটা বিয়ে করেন।
কিন্তু  মায়ের এসব সমস্যা আর নতুন মায়ের সাথে ঝামেলার কারনে মামারা মাকে নিয়ে চলে যান।আর আমরা ভাইবোনরা বাবার কাছে থেকে যাই।এভাবেই চলে,নতুন মায়ের থেকে আসে তিন ভাইবোন(দুই বোন,এক ভাই)।

বড় ভাই বাবার সাথে কাজ করেন(কার্পেইন্টার), মেজো ভাই পুলিশে জয়েন দেন(আলহামদুলিল্লাহ সৎভাবে চলার চেষ্টা করেন),আর বাকিরা পড়াশোনা চলমান....

আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ২০১৬ সাল (প্রায় ১১ বছর পর) তখন ভাইয়েরা মাকে বাড়ি নিয়ে আসেন।বাবা এতে রাজি ছিলেন না,তাই বাবা আমরা বোনদের মা সহ তিনভাইয়ের উপর দায়িত্ব দিয়ে আলাদা করে দেন অর্থাৎ এতবছর মায়ের থেকে আলাদা ছিলাম,আর এখন একই বাড়িতে বাবার থেকে আলাদা থাকতে হচ্ছে । আর্থিক অবস্থার কারনে একই বাড়িতে এভাবে থাকতে হচ্ছে। মা এখনও সিহরে আক্রান্ত,একপ্রকার সবার মতের বিরুদ্ধে গিয়ে রিসেন্ট রুকিয়া করা হয়েছিল,তেমন কাজ হচ্ছে না,আর ভাইয়েরাও এসব পছন্দ করেন না।

বাবার বয়স হওয়ায়  পুরো ফেমিলির দায়িত্ব এখন ভাইদের ওপরই।
বড় ভাই,মেজো ভাইয়েরা আলহামদুলিল্লাহ বিয়ে করেছেন।বড় বোনটাকেও বিয়ে দেয়া হয়েছিল,কিন্তু ভাইয়াদের অসচেতনতায়+ছেলের প্রবলেম থাকায় এখন ডিভোর্সি,মেজো বোন অনার্স রানিং।

ভাইয়েরা অনেককিছু করেছেন পুরো ফেমিলি,আমাদের জন্য।নিজেরাও নতুন জীবন শুরু করেছেন।কিন্তু বোনদের যে বিয়ে দিতে হবে সে ব্যাপারে খুব একটা এক্টিভ না,সাথে মায়েরও এ অবস্থা,আর বাবাও ঐ ফেমিলির দিকে ডাইভার্ট(স্বাভাবিক)।

ভাইরা চান আমি(যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি,ফাইনাল ইয়ার) বিসিএস দিয়ে,জব নিয়ে ফেমিলির হাল ধরি,বিয়ের ব্যাপারে কিছু বলেন না...

কিন্তু আমি কি করবো বুঝে আসে না...
কিভাবে আগানো উচিত আমার।একটু পরামর্শ দিবেন। ইন শা আল্লাহ।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার জীবনের এহেন পরিস্থিতিতে আপনার বাবার সাহায্য নেয়ার পরামর্শ রইলো। 

ইনশাআল্লাহ, আপনার বাবা আপনার বিবাহের জন্য সচেষ্ট হলে বা আপনার বড় ভাইদের আদেশ দিলে একটি সমাধান মিলবে। 

অনেক বুজুর্গানে কেরাম ও শায়েখগণ বলেছেন যে নিম্নোক্ত  দোয়া খালেছ দিলে বেশি বেশি পাঠ করিলে দ্রুত বিবাহ হবে,ইনশাআল্লাহ। 

সূরা ফুরকান এর ৭৪ নং আয়াতে মহান আল্লাহ্পাক বলেন
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

এবং যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।

অনেক উলামায়ে কেরাম এই আয়াতের ফজিলত স্বরুপ বলেছেন  যে এই আয়াতে রাব্বুল আলামিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখিয়েছেন।
এই দোয়া টি নিয়মিত পাঠ করলে আশা করা যায় যে নিজের স্বামী,সন্তানাদী চক্ষু শীতলকারি, দ্বীনদার পরহেযগার হবে,ইনশাআল্লাহ । 
,
দ্রুত বিবাহের জন্য আপনি ছলাতুল হাজত এর নামাজ পড়ে বেশি বেশি দুয়া করতে পারেন।
ইনশাআল্লাহ দ্রুত বিবাহ হবে।

আরো জানুনঃ https://ifatwa.info/2122


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...