আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ....আমি আইওএমের লাস্ট সেমিস্টারের স্টুডেন্ট। আমাকে একটু পরামর্শ দিবেন প্লিজ।
আমার বাবার সাথে মায়ের বিয়ের পর আমরা ৬ ভাইবোন(তিন ভাই-তিন বোন) হই,তখন থেকেই মা মারাত্নক লেভেলের সিহরে আক্রান্ত হয়ে যায়(অনেক ডাক্তার দেখানো হয়,লাভ হয় না,রুকিয়া সম্পর্কে কোন আইডিয়া ছিল না তখন)।বাবা তখন সৌদি প্রবাসী ছিলেন,একটু বদমেজাজিও...আমরা বোনেরা ছোট আর মায়ের এ অবস্থা দেখে বাবা আরেকটা বিয়ে করেন।
কিন্তু মায়ের এসব সমস্যা আর নতুন মায়ের সাথে ঝামেলার কারনে মামারা মাকে নিয়ে চলে যান।আর আমরা ভাইবোনরা বাবার কাছে থেকে যাই।এভাবেই চলে,নতুন মায়ের থেকে আসে তিন ভাইবোন(দুই বোন,এক ভাই)।
বড় ভাই বাবার সাথে কাজ করেন(কার্পেইন্টার), মেজো ভাই পুলিশে জয়েন দেন(আলহামদুলিল্লাহ সৎভাবে চলার চেষ্টা করেন),আর বাকিরা পড়াশোনা চলমান....
আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ২০১৬ সাল (প্রায় ১১ বছর পর) তখন ভাইয়েরা মাকে বাড়ি নিয়ে আসেন।বাবা এতে রাজি ছিলেন না,তাই বাবা আমরা বোনদের মা সহ তিনভাইয়ের উপর দায়িত্ব দিয়ে আলাদা করে দেন অর্থাৎ এতবছর মায়ের থেকে আলাদা ছিলাম,আর এখন একই বাড়িতে বাবার থেকে আলাদা থাকতে হচ্ছে । আর্থিক অবস্থার কারনে একই বাড়িতে এভাবে থাকতে হচ্ছে। মা এখনও সিহরে আক্রান্ত,একপ্রকার সবার মতের বিরুদ্ধে গিয়ে রিসেন্ট রুকিয়া করা হয়েছিল,তেমন কাজ হচ্ছে না,আর ভাইয়েরাও এসব পছন্দ করেন না।
বাবার বয়স হওয়ায় পুরো ফেমিলির দায়িত্ব এখন ভাইদের ওপরই।
বড় ভাই,মেজো ভাইয়েরা আলহামদুলিল্লাহ বিয়ে করেছেন।বড় বোনটাকেও বিয়ে দেয়া হয়েছিল,কিন্তু ভাইয়াদের অসচেতনতায়+ছেলের প্রবলেম থাকায় এখন ডিভোর্সি,মেজো বোন অনার্স রানিং।
ভাইয়েরা অনেককিছু করেছেন পুরো ফেমিলি,আমাদের জন্য।নিজেরাও নতুন জীবন শুরু করেছেন।কিন্তু বোনদের যে বিয়ে দিতে হবে সে ব্যাপারে খুব একটা এক্টিভ না,সাথে মায়েরও এ অবস্থা,আর বাবাও ঐ ফেমিলির দিকে ডাইভার্ট(স্বাভাবিক)।
ভাইরা চান আমি(যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি,ফাইনাল ইয়ার) বিসিএস দিয়ে,জব নিয়ে ফেমিলির হাল ধরি,বিয়ের ব্যাপারে কিছু বলেন না...
কিন্তু আমি কি করবো বুঝে আসে না...
কিভাবে আগানো উচিত আমার।একটু পরামর্শ দিবেন। ইন শা আল্লাহ।