আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
339 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (45 points)
আসসালামু আলাইকুম।

১. ইহরাম অবস্থায় কি পা মোজা পরা ও নিষেধ?

২. উমরাহ করে মক্কা থেকে চলে আসলে অর্থাৎ মদিনা জিয়ারত না করলে কি গুনাহ হবে?বেয়াদবি হবে?

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিহি তা'আলা

সমাধানঃ-

(১)

হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি থেকে বর্ণিত

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا يَلْبَسُ المُحْرِمُ مِنَ الثِّيَابِ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَلْبَسُ القُمُصَ، وَلاَ العَمَائِمَ، وَلاَالسَّرَاوِيلاَتِ، وَلاَ البَرَانِسَ، وَلاَ الخِفَافَ إِلَّا أَحَدٌلاَ يَجِدُ نَعْلَيْنِ، فَلْيَلْبَسْ خُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ، وَلاَ تَلْبَسُوا مِنَ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ أَوْ وَرْسٌ»

এক ব্যক্তি রাসূলুল্লাহ সাঃ কে এসে জিজ্ঞেস করলো।ইয়া রাসূলুল্লাহ সাঃ! মুহরিম ব্যক্তি কি পরিধান করবে?

রাসূলুল্লাহ উত্তরে বললেন,মুহরিম ব্যক্তি জুব্বা,পাগড়ী,সালোয়ার,টুপি মুজা ইত্যাদি পরিধান করবে না।

হ্যা যদি কারো জুতা না থাকে,তাহলে সে মুজা পরিধান করতে পারবে।তবে শর্ত হল, মুজাকে টাখনুর নিচ (থেকে নিয়ে উপর) পর্যন্ত কর্তন করে (জুতার মত বানিয়ে) নিতে হবে।

।অতঃপর রাসূলুল্লাহ সাঃ বলেন, তোমরা এমন কাপড় পরিধান করবে না,যাতে জাফরান বা হলুদ রঙ জাতীয় সুগন্ধি কিছু থাকবে।

সহীহ বুখারী-১৫৪৩

সহীহ মুসলিম-১১৭৭

ইবনে মা'জা-২৯২৯

উমদাতুল ক্বারী-হাদীস নং-৭৩

উপরোক্ত হাদীস দ্বারা বুঝা যায় যে পুরুষ সাধারণত পা মোজা ব্যবহার করতে পারবে না।তবে প্রয়োজনে পায়ের পাতার উপরের অংশ খোলা রেখে মোজা পরতে পারবে।

কিন্তু মহিলাগণ ইহরাম অবস্থায় জুতা-মোজা ব্যবহার করতে পারবে। যেমন-

হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. মহিলাদেরকে ইহরাম অবস্থায় চামড়ার মোজা এবং পাজামা পরার অনুমতি দিতেন। তিনি বলেন, ছফিয়্যা রা. চামড়ার মোজা পরিধান করতেন, যা ছিল তাঁর হাটু পর্যন্ত। -মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস : ১৫৯৬৯ আরো দেখুন : হাদীস ১৫৯৬৫

মহিলাগণ হাত মোজা ব্যবহার করতে পারবে।

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন,

মহিলাগণ ইহরাম অবস্থায় হাত মোজা এবং পাজামা পরিধান করতে পারবে। -

মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৪৪৪০

বিখ্যাত তাবেয়ী কাসিম ইবনে মুহাম্মাদ রাহ. বলেন, ইহরাম গ্রহণকারিনী হাত-মোজা ও পাজামা পরিধান করবে এবং পূর্ণ মুখম-ল আবৃত রাখবে। -মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৫৯৬৮

(২)না গোনাহ হবে না।তবে সময়-সুযোগ থাকা সত্তেও সেখানে না যাওয়া উচিৎ হবে না।বরং বেয়াদবি মূলক আচরণ হবে।

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...