বিসমিহি তা'আলা
সমাধানঃ-
(১)
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি থেকে বর্ণিত
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا يَلْبَسُ المُحْرِمُ مِنَ الثِّيَابِ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَلْبَسُ القُمُصَ، وَلاَ العَمَائِمَ، وَلاَالسَّرَاوِيلاَتِ، وَلاَ البَرَانِسَ، وَلاَ الخِفَافَ إِلَّا أَحَدٌلاَ يَجِدُ نَعْلَيْنِ، فَلْيَلْبَسْ خُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ، وَلاَ تَلْبَسُوا مِنَ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ أَوْ وَرْسٌ»
এক ব্যক্তি রাসূলুল্লাহ সাঃ কে এসে জিজ্ঞেস করলো।ইয়া রাসূলুল্লাহ সাঃ! মুহরিম ব্যক্তি কি পরিধান করবে?
রাসূলুল্লাহ উত্তরে বললেন,মুহরিম ব্যক্তি জুব্বা,পাগড়ী,সালোয়ার,টুপি মুজা ইত্যাদি পরিধান করবে না।
হ্যা যদি কারো জুতা না থাকে,তাহলে সে মুজা পরিধান করতে পারবে।তবে শর্ত হল, মুজাকে টাখনুর নিচ (থেকে নিয়ে উপর) পর্যন্ত কর্তন করে (জুতার মত বানিয়ে) নিতে হবে।
।অতঃপর রাসূলুল্লাহ সাঃ বলেন, তোমরা এমন কাপড় পরিধান করবে না,যাতে জাফরান বা হলুদ রঙ জাতীয় সুগন্ধি কিছু থাকবে।
সহীহ বুখারী-১৫৪৩
সহীহ মুসলিম-১১৭৭
ইবনে মা'জা-২৯২৯
উমদাতুল ক্বারী-হাদীস নং-৭৩
উপরোক্ত হাদীস দ্বারা বুঝা যায় যে পুরুষ সাধারণত পা মোজা ব্যবহার করতে পারবে না।তবে প্রয়োজনে পায়ের পাতার উপরের অংশ খোলা রেখে মোজা পরতে পারবে।
কিন্তু মহিলাগণ ইহরাম অবস্থায় জুতা-মোজা ব্যবহার করতে পারবে। যেমন-
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. মহিলাদেরকে ইহরাম অবস্থায় চামড়ার মোজা এবং পাজামা পরার অনুমতি দিতেন। তিনি বলেন, ছফিয়্যা রা. চামড়ার মোজা পরিধান করতেন, যা ছিল তাঁর হাটু পর্যন্ত। -মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস : ১৫৯৬৯ আরো দেখুন : হাদীস ১৫৯৬৫
মহিলাগণ হাত মোজা ব্যবহার করতে পারবে।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন,
মহিলাগণ ইহরাম অবস্থায় হাত মোজা এবং পাজামা পরিধান করতে পারবে। -
মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৪৪৪০
বিখ্যাত তাবেয়ী কাসিম ইবনে মুহাম্মাদ রাহ. বলেন, ইহরাম গ্রহণকারিনী হাত-মোজা ও পাজামা পরিধান করবে এবং পূর্ণ মুখম-ল আবৃত রাখবে। -মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৫৯৬৮
(২)না গোনাহ হবে না।তবে সময়-সুযোগ থাকা সত্তেও সেখানে না যাওয়া উচিৎ হবে না।বরং বেয়াদবি মূলক আচরণ হবে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.