আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
228 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম । আমার হাজবেন্ড আমাকে ২০২১ সালের জুলাই মাসে একবার তালাক দেয়। তারপর ক্ষমা চায়। আবার ডিসেম্বর মাসে তালাক দিয়ে আবার ক্ষমা চায়। একবছর ভালোই ছিলাম। ২০২২ সালে সে অসুস্থ হয়ে যায়। এনসেফালাইটিস নামক এক মস্তিষ্কের রোগে সে আক্রান্ত হয় এবং ১৫ দিন হসপিটালে ভর্তি থাকে। ওই সময়ে তার খুব মেজাজ খারাপ থাকতো । মেডিসিনের প্রচুর সাইড ইফেক্ট ছিলো। আবল তাবল বকতো।
কাকে কি বলতো না বলতো নিজেই বুঝতোনা। এই ভালো এই খারাপ।ওই অবস্থায় সে আমাকে আবার তালাক দেয়। এখন সে আমাকে বলে সে ইচ্ছা করে তালাক বলেনি। মাথা গরম ছিলো।কিন্তু তার মনে আছে সে আমাকে তালাক দিয়েছে।
আমার প্রশ্ন হলো আমার তালাক টা কি হয়ে গেসে। প্লিজ তাড়াতাড়ি জানালে আমার খুব উপকার হতো।

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাগান্বিত অবস্থায় তালাক তিন প্রকারঃ
(১)রাগের প্রথমিক কিছু চিন্থ প্রকাশ পাবে,তবে তার জ্ঞানে কোনো পরিবর্তন আসবে না,এবং সে যা কিছু বলবে তা বুঝতে পারবে।এমতাবস্থায় তলাক পতিত হবে।এতে কোনো সন্দেহ নেই।

(২)চুরান্ত পর্যায়ে রাগান্বিত হওয়া অর্থ্যাৎ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা।সে যা বলছে কিছুই বুঝতে পারছেনা।এবং যা কিছু এখন তার মুখ থেকে বের হচ্ছে,তা বলারও আপাতত কোনো ইচ্ছা না।এমতাবস্থায় তালাত পতিত হবে না।এবং এতে কোনো সন্দেহ নেই।

(৩)উক্ত দু-অবস্থার মধ্যবর্তি অবস্থা,
মূলত এ তৃতীয় অবস্থার হুকুম নিয়েই ফুকাহায়ে কেরামদের মধ্যে মতানৈক্য রয়েছে।
ইবনুল কাইয়্যিম রাহ, এর মতে তালাক পতিত না হওয়াটাই যুক্তিসংগত।তবে "গায়তুল হাম্বলীয়্যাহ" নামক কিতাবে হাম্বলী মাযহাবের ফাতাওয়া তার উল্টো বর্ণিত রয়েছে।তথায় তালাক পতিত হওয়ার কথাই উল্লেখ রয়েছে।এবং এ অভিমতটাই আমাদের মতে কুরআন-সুন্নাহর সাথে সবচেয়ে বেশী সামঞ্জস্যশীল।(রদ্দুল মহতার,খঃ৩-পৃঃ২৪৪)

ইমদাদুল ফাতাওয়া -২/৪০৫
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১২/৩০৫

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/182

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
 যদি চুড়ান্ত পর্যায়ের রাগান্বিত হয়ে স্বামী তালাক দেয়, তাহলে তালাক হবে না। রাগ কোন পর্যায়ের ছিলো, সেটা উপস্থিত ব্যক্তিবর্গ নির্ধারণ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (1 point)
আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ড বলেছে তালাক দেয়ার কথা তার স্পষ্ট মনে আছে। কিন্তু সে আসলে তালাক দিতে চায়নি।তার নাকি রাগের কারনে মাথা করছিল না। আমার এখন একটাই প্রশ্ন , আমার বিয়ে কি আছে নাকি তালাক হয়ে গেছে। 
by (597,330 points)
স্বাভাবিক রাগে তালাক হয়ে যায়। সুতরাং প্রশ্নের বিবরণমতে তালাক হয়ে যাবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...