ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير)
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি আরো সাতদিন সালাতুল হাজত পড়েন।সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে নিজের কল্যাণ চেয়ে দু'আ করেন। যদি এই রিশতা আপনার তাকদীরে থাকে,তাহলে তো অবশ্যই বিয়ে হবে নতুবা অন্যত্র বিয়ে হবে।