আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
197 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (23 points)

আসসালামু আলাইকুম।
১)কোনো ব্যক্তি নিজে উমরা পালন করতে গিয়ে পরিবারের অন্যান্যদের উদ্দেশ্যেও করে।এই নিয়ত করা যাবে কি?

২)সৌদি প্রবাসে অবস্থানরত ব্যক্তি তার নিজের টাকা দিয়ে শারীরিকভাবে অক্ষম শ্বশুরের উদ্দেশ্যে উমরা করতে পারবে? এক্ষেত্রে কি শারীরিকভাবে অক্ষম ব্যক্তির টাকা,  পূর্বে হজ/উমরা পালনকারীকে স্বদেশ থেকে সৌদিতে গিয়ে উমরা করতে হবে?

৩) বদলি হজের ক্ষেত্রে স্বদেশ থেকে যাওয়া, পূর্বে হজ পালনকারী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তির টাকা আবশ্যক?<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_230308_221819_669.sdocx-->

1 Answer

0 votes
by (590,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ রাযীন আল-উকায়লী (রাঃ) থেকে বর্ণিত যে,
عَنْ أَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ لاَ يَسْتَطِيعُ الْحَجَّ وَلاَ الْعُمْرَةَ وَلاَ الظَّعْنَ . قَالَ " حُجَّ عَنْ أَبِيكَ وَاعْتَمِرْ "
 তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা অতি বৃদ্ধ। তিনি হজ্জ, উমরা পালনে এমন কি যান বাহনে চলতে সক্ষম নন। তিনি বলেন তোমার পিতার পক্ষ থেকে হজ্জ উমরা আদায় করে নিবে। ( ইবনু মাজাহ ২৯০৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৩১)

وفي الشامية
"من صام أو صلى أو تصدق وجعل ثوابه لغيره من الأموات والأحياء جاز". (ج2، ص: 243) فقط والله أعلم


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)কোনো ব্যক্তি নিজে উমরা পালন করতে গিয়ে পরিবারের অন্যান্যদের উদ্দেশ্যেও উমরাহ করে নিতে পারবে।

(২)সৌদি প্রবাসে অবস্থানরত ব্যক্তি তার নিজের টাকা দিয়ে শারীরিকভাবে অক্ষম শ্বশুরের উদ্দেশ্যে উমরা করতে পারবে। 

(৩) প্রশ্নটি অসস্পষ্ট। দয়াকরে কমেন্টে পরিস্কার করে লিখবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (590,550 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (23 points)
৩) বদলি হজের ক্ষেত্রে  এমন ব্যক্তিকে দিয়ে করাতে হবে, যিনি পূর্বে অন্তত একবার হলেও হজ করেছেন। এটা কি সঠিক?
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_230309_164540_662.sdocx-->
by (590,550 points)
এটা উত্তম।এবং মতবেদের উপরে। হ্যা, যিনি করেননাই তাকে দিয়েও করানো যাবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 255 views
...