আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
143 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
আসসালামু আলাইকুম
আমি এইচএসসি পর্যন্ত পড়েছি। এখন পড়ি না। আমি কিছু প্রাইভেট পড়াই।আমি গনিত বিষয়ের কিছু অংক পারি না তখন আমি গাইডের সাহায্য নেই। আর একটু কমে বোঝাতে পারি। আমি আমার সর্ব্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করি।

প্রশ্ন -

১.প্রাইভেট পড়িয়ে এ-ই টাকা উর্পাজন কী হালাল হবে?

২.আশআরি ও মাতুরিদি কী ভ্রান্ত আকিদা?

৩.সালাফি কারা?সালাফিদের আকিদা কী?

৪. তারাবি নামাজ কী দুই দুই রাকাআত করে পড়তে হয়। আর চার রাকাআতে শেষে কী কোন দোয়া পড়তে হয়? তারাবি নামাজের কী আলাদা মুনাজাত আছে?কোন দোয়া বা জিকিরগুলো পড়তে পারি?  তারাবি নামাজ কী সুন্নাত না নফল?

৫. তারাবি নামাজ কীভাবে পড়তে হয়?  জানার জন্য কী কোন বই আছে? যদি দয়া করে বলতেন উস্তাদ।

৬. ফরজ নামাজের পরে কিছু দোয়া পড়তে হয়? দোয়াগুলো কী ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তারপর পড়তে হয়।

1 Answer

0 votes
by (579,240 points)
edited by
জবাবঃ- 
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
প্রাইভেট পড়িয়ে এ-ই টাকা উর্পাজন হালাল হবে।

(০২)
হাদীস শরীফে এসেছেঃ
 
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، قَالَ سَمِعْتُ مُجَالِدًا، يَذْكُرُ عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ فَخَطَّ خَطًّا وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَمِينِهِ وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَسَارِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ فِي الْخَطِّ الأَوْسَطِ فَقَالَ " هَذَا سَبِيلُ اللَّهِ " . ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ (وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلاَ تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ) .

জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত থাকা অবস্থায় তিনি একটি সরল রেখা টানলেন এবং তাঁর ডান দিকে দুটি সরল রেখা টানলেন এবং বাম দিকেও দুটি সরল রেখা টানলেন। অতঃপর তিনি মধ্যবর্তী রেখার উপর তাঁর হাত রেখে বলেনঃ এটা আল্লাহ্র রাস্তা। অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) এবং এ পথই আমার সরল পথ। অতএব তোমরা এ পথেরই অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করো না, অন্যথায় তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। (সূরাহ আনআম ৬: ১৫৩)
(ইবনে মাজাহ ১১)

★আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা সংক্রান্ত বিস্তারিত জানুনঃ     

আশ'আরী এবং মাতুরিদি আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত।

আশায়েরা বলা হয়, যাদের নিসবত ইমাম আবুল হাসান আশআরী রহঃ এর দিকে। আর যাদের নিসবত ইমাম আবু মানসূর মাতুরিদী রহঃ এর দিকে, তাদের বলা হয় মাতুরিদী।
আশায়েরা মাতুরিদী উভয় দলের আকিদাই সঠিক।

মূলত তারা উভয়ে আল্লাহর নবী সাঃ এবং সাহাবায়ে কেরামের আকিদাসমূহ সংকলন করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের মাঝে এ দুইজনের সংকলন ব্যাপক প্রসিদ্ধি লাভ করে।

তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ এ দুইজনের একজনের দিকে নিজেদের আকিদাগত বিষয়ে নিসবত করে থাকেন।

তাদের উভয়ের মাঝে কিছু সংখ্যক মতভেদ রয়েছে। তবে তা বলতে গেলে আক্ষরিক মতভেদ। মূল মতভেদ নয়। আর এসব মতভেদ হয়েছে এমন বিষয়ে, যে বিষয়ে সাহাবায়ে কেরাম থেকে সুষ্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায় না।

আরো জানুনঃ  

আমরা বিশ্বাস রাখবো যে আল্লাহ বেষ্টনকারী, তথা আল্লাহ ইলম ও কুদরত হিসেবে সর্বত্র তিনি আমাদের মাঝে বিরাজমান আছেন। তাহলে এমন আকিদা বিশ্বাস রাখা যাবে।
,
আরো জানুনঃ 
https://ifatwa.info/17901/

আল্লাহ তায়ালার আকার সংক্রান্ত মাসয়ালা জানুনঃ

(০৩)
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 

(০৪)
তারাবিহ নামাজ সুন্নাতে মুয়াক্কাদা। 
এটি বিশ রাকাত। দুই দুই রাকাত করে পড়তে হয়,কেউ চাইলে চার রাকাত করেও পড়তে পারবে। 
তবে দুই দুই রাকাত করে পড়াই উত্তম।

এ নামাজের আলাদা কোনী মুনাজাত কুরআন হাদীসে নেই।
প্রচলিত মুনাজাত কেহ চাইলে জরুরি মনে না করে পড়তে পারে।

চার রাকাত শেষে নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয়না।
এটি কুরআন হাদীসের কোথাও নেই।

মাঝে দোয়া যিকির করতে পারেন,এতে সমস্যা নেই।

(০৫)
রমজান মাসে ইশার ফরজ ও সুন্নাতের পর আমি ২ রাকাত তারাবিহ নামাজের নিয়ত করছি,এমন নিয়ত মনে মন করে আল্লাহু আকবর বলে নামাজ পড়তে হবে।

অন্যান্য নামাজের মতোই সুরা ফাতেহা ও অন্যান্য সুরা মিলাতে হবে।

আলাদা কোনো নিয়ম নেই।

আরো জানতে আহকামে জিন্দেগী বইটি পড়তে পারেন।

(০৬)
ফরজ নামাজের পরে দোয়া আবশ্যক নয়।
তবে দোয়া করা যাবে।

দোয়াগুলো ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তারপর পড়া যায়,চাইলে সুন্নাত আদায়ের পরেও করা যায়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...