আসসালামু আলাইকুম।
ব্যাপারটা আমার নানিকে নিয়ে। ওনার যখন বিয়ে হচ্ছিলো না তখন আমার নানার পক্ষ থেকে প্রস্তাব যাওয়ার পরে উনি মানত করেছিলেন যে, "যদি এখানে বিয়েটা হয় তাহলে উনি যতোদিন পারবেন প্রতি মাসে উনি কুরআন খতম দিবেন।"
এতো বছর উনি এটা পূর্ণ করতে পেরেছিলেন, কিন্তু এখন বার্ধক্যজনিত কারণে উনি এখন কুরআন পড়তে পারছেন না। তাই উনি জানতে চেয়েছেন এখনতো উনি মানত পূর্ণ করতে পারছেন না। তাহলে কি উনি এখন গুনাহগার হবেন? না হলে অন্য কিছু কি করতে হবে নাকি আল্লাহ এটা মাফ করে দিবেন। বিস্তারিত জানালে উপকৃত হবো।