ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
উম্মু দারদা (রাঃ) থেকে বর্ণিত।
حَدَّثَنِي طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ، قَالَ حَدَّثَتْنِي أُمُّ الدَّرْدَاءِ، قَالَتْ حَدَّثَنِي سَيِّدِي، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ دَعَا لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ "
তিনি বলেন, আমার মনিব (স্বামী) আমাকে হাদীস শুনিয়েছেন যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি তার ভাই এর অনুপস্থিতিতে তার জন্য দুআ করে, তার জন্য একজন নিয়োজিত ফিরিশতা আমীন বলতে থাকে এবং বলে, তোমার জন্যও অনুরূপ।(সহীহ মুসলিম-৬৬৭৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দূর থেকে দু'আ করলে দু'আ কবুল হয়। রুকইয়ার বিষয়টি মূলত নিজে নিজে বা নিকটে উপস্থিত কারো দ্বারা করতে হয়। দূর থেকে রুকইয়াহ করা, অডিও বা ভিডিওকলে রুকইয়ার করা কার্যকর হবে কি না? বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন,যেভাবে নিকটে থেকে রুকইয়ার বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ চাইলে কবুল করতেও পারেন আবার না চাইলে নাও করতে পারেন। তবে উত্তম হল, নিজে নিজে করা বা নিকটের কারো দ্বারা রুকইয়া করানো।এবং দূরের কারো জন্য দু'আ করা।