আসসালামু আলাইকুম
আমার স্বামি সামান্য ঝগ্রা হলেই কথায় কথায় বলে সংসার করতে ভালো না লাগলে চলে যাও ডিভোর্স দাও ইত্যাদী।বিয়ের পর থেকে উনি প্রায় এমন কথা বলে।
গত ২ মাসে এমন কথা অনেক বার বলেছে, এরপর আমি তাকে বলি আমাকে মুক্ত করে দেন,উনি বলে নিজে মুক্ত হয়ে যাও,আমি বিয়ের পর থেকে বলতেছি এখনো বলি আমাকে ভালো না লাগলে আমার সাথে সংসার করতে ইচ্ছে না হলে তোমার যেখানে ভালো লাগে সেখানে চলে যাও, ডিভোর্স পেপার পাঠাও সাইন করে দিবো, যা মোহরানা পাবে নিয়ে যাও, এটা কয়েক বার বলে, এরপর আরো একদিন সে বলে সংসার না করতে চাইলে চলে যাও।সম্পর্ক ঝুলিয়ে রাখছো কেনো, ডিভোর্স পেপার পাঠাও, বার বার একই কথা বলার পর আমি বলি আপনি আমাকে তালাক্ব না দিলে আমি কিভাবে চলে যাবো, উনি বলে পেপার্স পাঠিয়ে দাও সাইন করে দিবো, এরপর আমি বলি ঠিক আছে আমি নিজের উপর নিজে তালাক নিলাম,৷ এটা আমি মেসেজে লিখেছি, তালাক তালাক, এর আগে একবার মুখে উচ্চারন করেছিলাম নিজে নিজে।, এই মেসেজ দেখার পর আমার স্বামি বলতেছে উনি নাকি এত বসর এগুলু মজা করে বলেছে, সিরয়াস ভাবে বলেনি, এর মধ্যে ৩ মাস কেটে গেছে উনার সাথে আমার এক ঘরে থাকা হয়নি।কিন্তু আমি সংসার না করার জন্যই উনাকে তালাক দিতে বলেছি। কিন্তু উনি বলে আমি তো তোমাকে তালাক দেইনি৷ তাই তালাক হবেনা।
১/ এই অবস্থায় কি আমার সাথে উনার তালাক হয়ে গেছে? যদি হয়ে থাকে কয় তালাক হবে।
২/ কাভিন নামার ১৮ নাম্বার কলামে লিখা আছে, স্বামি যদি স্ত্রীর কর্তব্য পালনে অক্ষম হয়, পাগল,কারাবাস এবং নিরুদ্দেশ হয় তাহলে আপনি নিজের তালাক নিজে প্রদান করিতে পারবেন, এই কাবিন নামা কাজি বিয়ের পরে লিখছে কিন্তু সব কিছু কাজির নিজের হাতে লিখা সুধু আমাদের সাইন আছে,সাইন নিয়েছে সম্ভবত ইজাব কবুল এর আগে।এটা আমরা কেউ সঠিক মনে করতে পারছিনা। সেক্ষেত্রে আমি তালাকে তাফবিজের ক্ষমতা পেয়েছি কিনা? আমার হাজবেন্ড বলে উনি কাবিন নামায় কি লিখা আছে সেটা জানেনা।উনাকে বলছে এখানে সাইন করো আর বাকি সব কাজি লিখে নিবেন পরে উনি আর কিছু বলেননি উনি সাইন করে দিয়েছে, ইজাব কবুল এর পরে কাজি কাবিন নামা ফিলাপ করেছে সম্ভবত । হাজবেন্ড প্রবাসী উনি আমার কোনো হক্ব ঠিক ভাবে আদায় করেন না,, কোনো কর্তব্য ঠিক ভাবে পালন করেনা। ৩/৪ বসর পর অল্প ছুটি নিয়ে দেশে আসে, উনাকে একে বারে চলে আসতে বলি উনি আসেনা, এই অবস্থা আমি কোনো গুনাহে জরিয়ে পরার আসংখ্যা করে তালাক নিয়ে দ্বিতীয় বিয়ে করার কথা চিন্তা করেছি, আমার বিয়ের বয়স ১৩ বসর, উনার সাথে বিয়ের পর থেকে স্বামি স্ত্রীর যে মিল মহাব্বত থাকার কথা সেটা নেই,, যদি ১নং প্রশ্ন অনুযায়ী যদি তালাক হয়ে থাকে তাহলে আমি ইদ্দত পালনের পর ২য় বিয়ে বসতে পারবো কিনা, দয়া করে যানাবেন