আমার স্বামী আলহামদুলিল্লাহ প্র‍্যাক্টিসিং মুসলিম। যে সকল ফরয ইবাদাত পালন করে এবং কোন কবীরা গুনাহে লিপ্ত নয়। কিন্তু নফল সুন্নত পালনে তার তেমন কোন আগ্রহ নেই। যেমন সাপ্তাহিক রোযা, আইয়মে বীদের রোযা, বা শাবান মাসের রোযা, কুরআন পড়া এসব ব্যাপারে সে কোন গুরুত্ব দেয়না। প্রবলেম হলো তাকে এসব ব্যাপারে নাসীহা করলে রেগে যায় এবং সংসারে অশান্তি হয়। সে বলে, "তুমি তোমার মতো এগুলা করো, আমাকে চাপাচাপি করবেনা, আমি তো কোন হারাম করছি না।" উল্লেখ্য, আমরা আগে প্র‍্যাক্টিসিং ছিলাম না, লাস্ট ৬/৭ বছর ধরে আমরা আল্লাহর রহমতে হেদায়েত পেয়ে দ্বীনের পথে এসেছি।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, সে কুরআন খুব ভুল পড়ে। মানে মাখরাজ একদমই ঠিক নেই। নামাযেও এভাবে পড়ে, সেই ছোটবেলায় যেভাবে শিখেছিলো, সেই ভুলগুলো দিয়েই নামায পড়ে, যেগুলা লাহানে জলি হয়। আমি অনেক অনেকবার চেষ্টা করেছি, বলেছি আমি সাহায্য করবো একটু মাখরাজ গুলো ঠিক করো। করেনি। এমনকি কুরআন শুদ্ধ করার অনলাইন ক্লাসে ভর্তি করিয়ে দিলেও ঠিকমতো ক্লাস করেনা। আমি তার ইমামতিতে নামায পড়ি প্রায়ই, সেখানেও সূরা পড়ায় অনেক ভুল থাকে মাখরাজে, নামায শেষে সেটা বললেও রেগে যায়। এভাবে কি তার নামায হচ্ছে?
সে যেহেতু আমার স্বামী, আমি খুব চাই সে দ্বীনের পথে সুন্দরভাবে চলুক। নানাভাবে চেষ্টা করি, কিন্তু আমি নাসীহা বা দ্বীনের দাওয়াত দিতে গেলে প্রবলেমই বেশি হয়, সংসারে অশান্তি হয়। এ ব্যাপারে আমি কিভাবে কি করতে পারি, প্লিজ আমাকে পরামর্শ দিবেন। খুব মানসিক কষ্ট পাচ্ছি।