আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
468 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (3 points)
আসসালামু আলাইকুম।
সূরা কাফিরুনের ২ নম্বর এবং ৪ নম্বর আয়াতে বলা হয়েছে-
[২]আমি "তার" ইবাদাত করি না "যার" ইবাদাত তোমরা কর
[৫]এবং আমি ইবাদাতকারী নই "তার" "যার" ইবাদাত তোমরা করে আসছ

এখানে "তাদের" বা "যাদের" বলা হয়নি,বলা হয়েছে "তার", "যার"।কিন্তু আমরা দেখি কাফির মুশরিকরা এক নয় বরং একাধিক উপাস্যের উপাসনা করে।যেমন খ্রিষ্টানদের ত্রিত্ববাদ,ইয়াহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বলে(না'উযুবিল্লাহ),হিন্দুদের রয়েছে অজস্র দেব-দেবী।তাহলে এই ২টি আয়াতে একবচনবাচক শব্দ "তার", "যার" থাকার পেছনে হিকমাহ কী?আরবি ভাষায় কি একবচন ও বহুবচনবাচক শব্দের জন্য একই শব্দ রয়েছে?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহ। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
مَا في كلامهم عشرةٌ: خمسة أسماء، وخمسة حروف. فإذا كان اسما فيقال للواحد والجمع والمؤنَّث على حدّ واحد، ويصحّ أن يعتبر في الضّمير لفظُه مفردا، وأن يعتبر معناه للجمع.
فالأوّل من الأسماء بمعنى الذي نحو:وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ ما لا يَضُرُّهُمْ[يونس/ ١٨] «٤» ثمّ قال: هؤُلاءِ شُفَعاؤُنا عِنْدَ اللَّهِ [يونس/ ١٨] 
আরবী ভাষায় مَا শব্দটি দশ প্রকারের হতে পারে।এর মধ্যে ৫টি ইসম এবং ৫টি হরফ।

যখন ইসমের জন্য ব্যবহৃত হবে,তখন এক বচন,বহু বচন, পরুষলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ সবার জন্য ব্যবহৃত হয়ে থাকে।তাছাড়া مَا শব্দ দ্বারা এক বচন এবং অর্থ দ্বারা বহুবচনকেও উদ্দেশ্য নেয়া বৈধ রয়েছে।

এবং مَاশব্দ ইসমের জন্য পাঁচ ভাবে ব্যবহৃত হতে পারে।যথাঃ-
(১)مَاশব্দটি মাওসুল- তথা الذي (যে বা যারা বা যাদের ইত্যাদি) অর্থে ব্যবহৃত হয়ে থাকে।

যেমন সূরা ইউনুসের ১৮ নং আয়াতের ব্যখ্যায় আল্লাহ তা'আলা বলেন,
وَيَعْبُدُونَ مِن دُونِ اللّهِ مَا لاَ يَضُرُّهُمْ وَلاَ يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَـؤُلاء شُفَعَاؤُنَا عِندَ اللّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللّهَ بِمَا لاَ يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلاَ فِي الأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ
আর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর, যা না তাদের কোন ক্ষতিসাধন করতে পারে, না লাভ এবং বলে, এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। তুমি বল, তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবহিত করছ, যে সম্পর্কে তিনি অবহিত নন আসমান ও যমীনের মাঝে ? তিনি পুতঃপবিত্র ও মহান সে সমস্ত থেকে যাকে তোমরা শরীক করছ।(সূরা ইউনুস-১৮)

এখানে مَا শব্দটি দ্বারা একবচন উদ্দেশ্য নয়,বরং বহুবচন উদ্দেশ্য।কেননা অতঃপর আল্লাহ তা'আলা তাদের কথাকে নকল করে বলেন,
 هؤُلاءِ شُفَعاؤُنا عِنْدَ اللَّهِ
এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী।
(আল-মুফরাদাতু ফি গারিবিল কুরআন-১/৭৮৭)


সূরায়ে কাফিরুন।
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
(১)বলুন, হে কাফেরকূল,
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
(২)আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
(৩)এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
(৪)এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
(৫)তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
(৬)তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূরায়ে কাফিরুনের ২ আয়াতে উল্লেখিত مَا শব্দটি দ্বারা বহুবচন উদ্দেশ্য।

সুতরাং আপনি যে তরজমা উল্লেখ করেছেন,সেই তরজমাতে "যার" দ্বারা যার বা যাদের উদ্দেশ্য।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...