আসসালামু আলাইকুম,
ইদানিং দেখা যায়, স্কেলের ঝুড়ি বসিয়ে ঝুড়িতে জীবিত মুরগি রেখে ওজন করে তা বিক্রি করা হয়। এ সূরতে মুরগি, গরু বা খাসি বিক্রয় করা কি জায়েজ? উল্লেখ্য, তরমুজ কেজি ধরে বিক্রয় করাকে ফেরাউনের যুগের সাথে তুলনা করা হয়, ক্রেতাদের সাথে জুলুম করা হয় বলে অনেকে বলে থাকেন। সেক্ষেত্রে মুরগি ওজন দিয়ে বিক্রয় করে, যে টাকা ইনকাম হয় তা কি বিক্রেতার জন্য জায়েজ হবে? যে টাকা আসবে তা কি হালাল হবে?