জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পুরুষ এর জন্য লাল আর হলুদ রঙ এর পোশাক পরিধানে নিষেধাজ্ঞা এসেছে।
হাদীস শরীফে এসেছেঃ-
আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল ‘আছ (রাযিয়াল্লাহু আনহু)) হতে বর্ণিত, তিনি বলেন,
.رَأَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَىَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبِسْهَا. وَفِيْ رِوَايَةٍ قُلْتُ أَغْسِلُهُمَا؟ قَالَ بَلْ اَحْرِقْهَا
‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)আমার পরনে কমলা বা কুসম্ব রংয়ের দু’খানা কাপড় দেখতে পেলেন, তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ মূলতঃ এটা কাফিরদের পোশাক। কাজেই তা পরো না। অপর এক রিওয়ায়াতে আছে, আমি বললামঃ আমি কি তাকে ধৌত করে ফেলব? তিনি বললেনঃ বরং এ দু’টিকে পুড়িয়ে ফেলো।(সহীহ মুসলিম, হা/২০২৭; ইঃফাঃ৫২৬০ সিলসিলাতুস্ সহীহাহ্ ২৩৯৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬১৮৪, হিলইয়াতুল আওলিয়া ৪/২১, নাসায়ী ৫৩১৬, মুসনাদে আহমাদ ৬৯৩১,মিশকাত, হা/৪৩২৭)।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
পুরুষ এর জন্য লাল আর হলুদ রঙ এর পোশাক পরিধানে নিষেধাজ্ঞা এসেছে।
অন্য কোনো কালারের পোশাকে নিষেধাজ্ঞা নেই।
আর নারীদের কোনো কালারের পোশাকেই নিষেধাজ্ঞা নেই।
তারা লাল আর হলুদ রঙ এর পোশাক পরিধান করতে পারবে।
,
সুতরাং নারী পুরুষ নির্বিশেষে কালো রঙ এর পোশাক পরিধান করতে পারবে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত কথা সহীহ নয়।
মেয়েদের বোরকার নিচে যেনো দেখা না যায় তাই কালো পাজামা, মোজা পরা হয় যেনো বোরখার সাথে মিশে থাকে। এমতাবস্থায় কোনো সমস্যা নেই।