السلام عليكم ورحمة الله
অনুরোধ যে উত্তর টা খুব দ্রুত দিবেন। অনেক জরূরী।
আমার বড় ভাই নামাজ পড়ে না। শুধু জুমুয়া টা পড়ে। এখন স্বাভাবিক ভাবেই তার প্যান্ট নাপাক থাকবে এবং আসলেই তাই, শুধু পায়জামা বাদে আর সব নাপাক থাকে। এখন সে প্যান্ট গুলা গোসল করে বালতিতে ধুয়ে নেয়ে দেয়, ভালো ভাবে নিংড়ায় ও না আবার ধোয় ও না।
এখন,এমন কাপড় নাড়ার ফলে কাপড় নাড়া তার(উল্লেখ্য: আমাদের কাপড় নাড়া হয় লোহার তারে) তো নাপাক হয়ে যায়। পরবর্তীতে আমার কাপড় নাড়ার জন্য সমস্যায় পড়ে যাই। ওই তার কিভাবে পবিত্র করতে পারি, তা কি শুধু ভিজা কাপড় দিয়ে মুছে দিলে হবে?
[★ সাধারণ ভাবে তার নাপাক কাপড় উঠানোর পর তার শুকিয়ে যায়, রোদ্রে বা বাতাসে।]