ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ওয়াসিলা ইবনুল আসকা (রাঃ) থেকে বর্ণিত।
عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مَنْ بَاعَ عَيْبًا لَمْ يُبَيِّنْهُ لَمْ يَزَلْ فِي مَقْتٍ مِنَ اللَّهِ وَلَمْ تَزَلِ الْمَلاَئِكَةُ تَلْعَنُهُ " .
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যেঃ যে ব্যক্তি পণ্যের ত্রুটি বর্ণনা না করে তা বিক্রয় করে, সে সর্বদা আল্লাহর গযবের মধ্যে থাকে এবং ফেরেশতারা সব সময় তাকে অভিসম্পাত করতে থাকে।(সুনানু ইবনি মা'জা-২২৪৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দোষ উল্লেখ না করে,ধোকা দিয়ে বিক্রয় করা গোনাহ। আপনার ভাই মুবাইলের দোষত্রুটি উল্লেখ না করে বিক্রয় করেছেন। দোষ উল্লেখ থাকলে মুবাইলের যত টাকা হবে, সেই টাকা থেকে অতিরিক্ত যত টাকা আপনার ভাই নিয়েছে, সেই পরিমাণ টাকা এখন ক্রেতাকে ফিরিয়ে দিবেন।
(২)
জ্বী আপনি IOM এ না থাকলেও ifatwa তে প্রশ্ন করতে পারবেন।