ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আপনার বাবার টাকা গ্রহণ করা জায়েয হবে না।কেননা আপনার সামনে বিকল্প রাস্তা রয়েছে।আপনি আপনার বোনের টাকায় খরচাপাতি চালাবেন।
(২)
ঠোঁটের উপর বা গালে যে হালকা লোম থাকে ঐগুলা কি তোলা যাবে।
(৩)
সকালের যিকির ফজরের ওয়াক্তেই সম্পন্ন করতে হবে, এমন কোনো শর্ত নয় বরং ওয়াক্ত শেষ হওয়ার পরও করা যাবে। ফজরের ওয়াক্তের পরে ঘুম ভাঙ্গলে ঘুম থেকে উঠেই ফজরের কাযা আদায় করে তারপর উক্ত জিকির গুলো করা যাবে।এবং সেটাকে সকালের জিকির হিসেবে ধরা হবে। এবং সেই পরিমাণ সওয়াবও পাওয়া যাবে।
*বিশেষ করে নিরাপত্তার জন্যে যে যিকিরগুলো করা হয় তা ফজরের পূর্ব সবহে সাদিকের মুহূর্তে করাই উত্তম।
যেকোনো যিকির করা যাবে।সর্বোত্তম যিকির,লাইলাহা ইল্লাল্লাহ।এই যিকিরও করা যেতে পারে,আবার তাসবীহে ফাতেমী ও পড়া যেতে পারে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সন্ধ্যার যে আমল রয়েছে বিশেষ করে মাসনুন দোয়া গুলো, ওইগুলো আসরের পরে মাগরীবের আগে পড়লে হবে।