আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
108 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
১.ইসলামে দৃষ্টিতে নারীরা কি তাদের জন্য পুরুষ দাস রাখতে পারবে?

২.নারীরা কি তাদের পুরুষ দাসদের সাথে সহবাস করতে পারবে? যদি নারীরা তাদের পুরুষ দাসদের সাথে সহবাস করে তাহলে তার হুকুম কি?

৩.ইসলামে দৃষ্টিতে নারীরা কি তাদের জন্যে নারী দাসী রাখতে পারবে?

৪.উপরোক্ত ৩ টি প্রশ্নের উত্তর কি বিবাহিত নারী ও অবিবাহিত নারী উভয়ের ক্ষেত্রে একই নাকি ভিন্ন?
যেহেতু,আমি জানি না তা ই প্রশ্নটা করলাম ।

1 Answer

0 votes
by (581,790 points)
জবাবঃ- 
বিসমিল্লাহির রহমানির রহিম 


(০১)
ইসলামে দৃষ্টিতে নারীরা তাদের জন্য পুরুষ দাস রাখতে পারবে।

(০২)
নারীরা তাদের পুরুষ দাসদের সাথে সহবাস করতে পারবেনা।
যদি নারীরা তাদের পুরুষ দাসদের সাথে সহবাস করে, তাহলে যেনা হবে।

হাদীস শরীফে এসেছেঃ- 

روى عبد الرزاق في المصنف أن امرأة تسرت عبدا لها في عهد عمر بن الخطاب فنهى عن ذلك، 

সারমর্মঃ-
একজন মহিলার গোলাম তার নিকটে ভালো লেগেছিলো,ওমর ইবনুল খাত্তাব রাঃ এর জামানায়,তখন খলিফা ওমর রাঃ নিষেধ করেছিলেন।
(মুছান্নাফে আব্দুর রায্যাক)

وروى بسنده عن عمر ابن عبد العزيز: أنه جاءته امرأة من العرب بغلام لها رومي فقالت: إني استسررته فمنعني بنو عمي، وإنما أنا بمنزلة الرجل يكون له الوليدة فيطؤها، فانه عني بني عمي، فقال لها: عمر أتزوجت قبله؟ قالت: نعم، قال: أما والله لولا منزلتك من الجهالة لرجمتك بالحجارة، ولكن اذهبوا به فبيعوه إلى من يخرج به إلى بلد غير بلدها.
সারমর্মঃ-
ওমর ইবনুল খাত্তাব রাঃ এর নিকট একজন মহিলার এসেছিলো, যে তার দাসের সাথে সহবাস করেছে,ওমর ইবনুল খাত্তাব রাঃ থেকে যদি জাহিলিয়াত এর যুগ নিকটতম না হতো,তোমাকে পাথর দ্বারা রজম করতাম,,,
(মুছান্নাফে আব্দুর রায্যাক)

(০৩)
ইসলামে দৃষ্টিতে নারীরা তাদের জন্যে নারী দাসী রাখতে পারবে।

(০৪)
উপরোক্ত ৩ টি প্রশ্নের উত্তর বিবাহিত নারী ও অবিবাহিত নারী উভয়ের ক্ষেত্রে একই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 186 views
...