আসসালামু আলাইকুম শায়েখ,
আমার বাবা বীমা কোম্পানির DGM পদে চাকরি করেন (প্রায় ৪/৫বছর থেকে)। আর ভাইয়ের ইনকামও হারাম। (তবে সে মিথ্যা বলে যে সে অনলাইনে ইনকাম করে)। আর আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ৪র্থ পর্বে ফাইনাল পরীক্ষা দিচ্ছি (আর ৩পর্ব পরে ইন্টারনিং) ও পাশাপাশি iom এর ২২৮ ব্যাচ এর একজন ত্বলিব। আমার ইনকামের কোনো সোর্স নেই। আমি বর্তমানে অনেক হতাশা আর বিষন্নতার মধ্যে আছি।ঈমানের দূর্বলতা অনুভব করছি। পড়ালেখায়ও মন বসছেনা। সব সময় ভাবি আমিতো হারামের মধ্যেই ডুবে আছি। হারামের শাস্তি তো অত্যন্ত ভয়াবহ। আমার দোয়া ইবাদত কি আল্লাহ কবুল করবেন? আর এ অবস্থায় আমার করণীয় কি?