আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
75 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আমার নিকট একজন আত্মীয় তার পাইলসের সমস্যার জন্য একজনের কাছ থেকে একটি ওষুধের পরামর্শ পেয়েছে। ওষুধটি হল একটি মসলা, যা কিনা এমন কোনো একটি নির্দিষ্ট মাছ দিয়ে রান্না করে খেতে হবে এবং শর্ত ঐ মাছ পরবর্তীতে জীবনে আর কখনোই খাওয়া যাবেনা। এটা কেমন বিদঘুটে! এটা কি আদৌ ইসলাম সমর্থিত? এইটা মেনে নেওয়া কি শিরক হবে? এটা মেনে ওষুধ কি খাওয়া কি জায়েজ হবে?
বিঃদ্রঃ উনি উনার স্বামীকেউ জানায়নি, তাইলে কি সে গুনাহগার হবে?

1 Answer

0 votes
by (564,060 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم 


হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَأَبُو الطَّاهِرِ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالُوا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، - وَهُوَ ابْنُ الْحَارِثِ - عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ " .

হারূন ইবনু মা’রূফ এবং আবূ তাহির ও আহমাদ ইবনু ঈসা (রহঃ) ..... জাবির (রাযিঃ) এর সানাদে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন- প্রতিটি ব্যাধির প্রতিকার রয়েছে। অতএব রোগে যথাযথ ঔষধ প্রয়োগ করা হলে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ হয়। (মুসলিম ৫৬৩৪.ইসলামিক ফাউন্ডেশন ৫৫৫৩, ইসলামিক সেন্টার ৫৫৭৮)

আরো জানুনঃ 

★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে কবিরাজ যাহা দয়েছে,তাহা একটি মসলা, যা কোনো একটি নির্দিষ্ট মাছ দিয়ে রান্না করে খেতে হবে এবং শর্ত ঐ মাছ পরবর্তীতে জীবনে আর কখনোই খাওয়া যাবেনা। 

কবিরাজের এই চিকিৎসা পদ্ধতি আমল যোগ্য,তবে বিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে ঐ মাছ খাওয়ার দরুন যদি তার শারীরিক কোনো ক্ষতি না হয়,সেক্ষেত্রে "ঐ মাছ পরবর্তীতে জীবনে আর কখনোই খাওয়া যাবেনা"
এমন শর্ত ইসলাম সমর্থিত নয়।
কোনো হালাল খাদ্যকে নিজের উপর হারাম করার বৈধতা নেই।

এক্ষেত্রে সেই সেই শর্ত না মানার পরামর্শ থাকবে।

হ্যাঁ যদি বিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে ঐ মাছ খাওয়ার দরুন যদি তার শারীরিক কোনো ক্ষতি হয়,সেক্ষেত্রে উক্ত শর্ত আমলযোগ্য। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...