ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।বিদায় এসব পরিত্যাজ্য।
এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন-
https://www.ifatwa.info/3747
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল, তালাক হওয়ার পরও সংসার করা।যা যিনা ব্যভিচার।আর যিনা ব্যভিচার কবিরা গোনাহ।
হাজবেন্ড তার স্ত্রী-সন্তানের ভরণপোষণ দিচ্ছে। এখানে স্ত্রী হিসেবে তো ঐ মহিলা ভরণপোষণের যোগ্য নয়। তারপরও প্রাক্তন স্বামী নিজের স্ত্রী মনে করে যেহেতু দিচ্ছি,তাই ঐ মহিলার জন্য ঐ ভরণপোষণ গ্রহন করা নাজায়েয হবে না।যদিও মহিলা ঐ ব্যক্তির স্ত্রী নয়।