হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَحِلُّ لِثَلاَثَةِ نَفَرٍ يَكُونُونَ بِأَرْضِ فَلاَةٍ إِلاَّ أَمَّرُوا عَلَيْهِمْ أَحَدَهُمْ-
আব্দুল্লাহ বিন আমর (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেছেন, ‘কোন তিনজন ব্যক্তির জন্যেও কোন নির্জন ভূমিতে অবস্থান করা হালাল নয় তাদের মধ্যে একজনকে ‘আমীর’ নিযুক্ত না করা পর্যন্ত’।
(আহমাদ হা/৬৬৪৭, হাদীছ হাসান।)
عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا خَرَجَ ثَلاَثَةٌ فِى سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ-
আবু সাঈদ খুদরী (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যখন তিনজন একত্রে সফরে বের হবে তখন তাদের মধ্যে একজনকে যেন তারা ‘আমীর’ নিযুক্ত করে নেয়’।
(আবুদাঊদ হা/২৬০৮; নায়লুল আওত্বার হা/৩৮৭৩, ‘আক্বযিয়াহ ও আহকাম’ অধ্যায়, )
ওমর (রাঃ) থেকে মওকূফ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন,
لاَ إِسْلاَمَ إِلاَّ بِجَمَاعَةٍ، وَلاَ جَمَاعَةَ إِلاَّ بِإِمَارَةٍ، وَلاَ إِمَارَةَ إِلاَّ بِطَاعَةٍ
‘ইসলাম হয় না জামা‘আত ছাড়া, জামা‘আত হয় না আমীর ছাড়া, ইমারত হয় না আনুগত্য ছাড়া’।
(দারেমী হা/২৫১)
উম্মুল হুছাইন (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি বিদায় হজ্জে রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি,
إِنْ أُمِّرَ عَلَيْكُمْ عَبْدٌ مُجَدَّعٌ أَسْوَدُ يَقُودُكُمْ بِكِتَابِ اللهِ تَعَالَى فَاسْمَعُوْا لَهُ وَأَطِيعُوْا-
‘যদি তোমাদের উপর একজন নাক-কান কাটা কৃষ্ণকায় গোলামকেও আমীর নিযুক্ত করা হয়, যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন, তোমরা তার কথা শোন এবং আনুগত্য কর’।
(মুসলিম হা/১৮৩৮; মিশকাত হা/৩৬৬২। )
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আমির দ্বারা উদ্দেশ্য যদি খলিফা তথা ইসলামী রাষ্ট্রের শাসক হয়,যাকে যাকে আমিরুল মু'মিনিন বলে,সেই খলিফার শর্তাবলি নিম্নরূপ :
মুসলিম হওয়া।
প্রাপ্তবয়স্ক হওয়া।
সুস্থ বিবেকসম্পন্ন হওয়া।
স্বাধীন হওয়া।
পুরুষ হওয়া।
ন্যায়পরায়ণ হওয়া।
কুরাইশ বংশের হওয়া। তবে একান্ত কুরাইশ বংশের যোগ্য কাউকে না পাওয়া গেলে অন্য কেউও খলিফা হতে পারবে।
লোভী, প্রার্থী বা ক্ষমতালিপ্সু না হওয়া।
(ইজতহাদের যোগ্যতা থাকা,দোষ ত্রুটি মুক্ত থাকা।)
★এমনিতেই সফর বা কোনো কাজ পরিচালনার ক্ষেত্রে আমির হওয়ার জন্য সুনির্দিষ্ট শর্তাবলি পাওয়া যায়না।
এক্ষেত্রে সকলে মাশওয়ারা করে কোনো একজন জ্ঞান সম্পন্ন প্রাপ্ত বয়স্ক স্বাধীন মুসলিম পুরুষকে আমির বানাতে পারে।