আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
129 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (27 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
খুব জরুরি কিছু জানতে চাচ্ছি।
১. উমরাহতে যাওয়ার জন্য নতুন কিছু হিজাব,  খিমার, জামা কেনা হয়েছে।
এগুলো কি সতর্কতার জন্য তিনবার পাক করে ধোয়ার দরকার আছে নাকি একবার ধুইলেই হবে?

২.হানাফি ফিকহ অনুযায়ী কি হজ্জ ক্যাপ পরা যাবে উমরাহর সময়? একজন বললো এইটা নাকি বিদআত, তাহলে মুখ ঢাকবো কিভাবে?

৩.উমরাহতে বা নামাজের জন্য  কাপড় পরবো মনে করলেই মনে হয় যে এইটা হয়তো নাপাক, তিনবার ধুতে হবে পাক করে।
এইটা জাস্ট আমার মনে হয়, এর কোনো নিশ্চয়তা নাই।
তবে যেহেতু বাসার সবার কাপড় একসাথে ধোয়া হয়, এতে তো নাপাকি থাকতেও পারে এই ভয় কাজ করে।


এইসব ক্ষেত্রে আমি কি কাপড়  তিনবার পাক করে ধুবো,  বিশেষ করে ইবাদাত করার কাপড়চোপড়গুলো নাকি একবার ধুইলেই হবে।

1 Answer

0 votes
by (579,240 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


(০১)
এগুলো যেহেতু নাপাক নয়,সুতরাং ধোয়ার আবশ্যকীয়তা নেই।
তদুপরি যদি ধুয়ে নিতে চান,সেক্ষেত্রে একবার ধুয়ে নিতে পারেন।
তবে এটিও জরুরি নয়।

(০২)
হানাফি ফিকহ অনুযায়ী উমরাহ এর সময় হজ্জ ক্যাপ পরা যাবে।
মহিলাদের জন্য এটি পড়া জরুরী। 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
ইহরাম অবস্থায়ও মহিলাদের চেহারার পর্দা করার বিধান রয়েছে- ইহরাম অবস্থায় চেহারায় কাপড় লাগানো নিষেধ। তবে চেহারা ঢাকা নিষেধ নয়। হযরত আয়েশা রা. থেকে বার্ণিত আছে, তিনি বলেন-

كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ، فَإِذَا حَاذَوْا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وَجْهِهَا فَإِذَا جَاوَزُونَا كَشَفْنَاهُ.

ইহরাম অবস্থায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। লোকেরা যখন আমাদের পাশ দিয়ে যেত তখন আমরা আমাদের চাদর মাথায় সামনে ঝুলিয়ে দিতাম। আর চলে যাওয়ার পর তা সরিয়ে ফেলতাম। (সুনানে আবু দাউদ, হাদীস ১৮৩৩)

ফুকাহায়ে কেরাম বলেন, মহিলারা মাথা ক্যাপ বা এ জাতীয় এমন কিছু বেঁধে নিবে যে,যার উপর দিয়ে মাথা থেকে কাপড় ছেড়ে দিলে উক্ত কাপড় চেহারা কে স্পর্শ না করে নিচের দিকে চলে যাবে।চেহারা বলতে মুখের ঐ অংশ যা অজুতে ধৌত করা হয়ে থাকে।অর্থাৎ কপালের উপরাংশের চুল থেকে নিয়ে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত।(কিতাবুল ফাতাওয়া-৪/৩৭)

আরো জানুনঃ- 

(০৩)
এগুলো নাপাক হওয়া নিয়ে যেহেতু আপনি নিশ্চিত নন,তাই এগুলো নাপাক নয়,সুতরাং ধোয়ার আবশ্যকীয়তা নেই।
তদুপরি যদি ধুয়ে নিতে চান,সেক্ষেত্রে একবার ধুয়ে নিতে পারেন।
তবে এটিও জরুরি নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 125 views
0 votes
1 answer 141 views
0 votes
1 answer 142 views
...