আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
খুব জরুরি কিছু জানতে চাচ্ছি।
১. উমরাহতে যাওয়ার জন্য নতুন কিছু হিজাব, খিমার, জামা কেনা হয়েছে।
এগুলো কি সতর্কতার জন্য তিনবার পাক করে ধোয়ার দরকার আছে নাকি একবার ধুইলেই হবে?
২.হানাফি ফিকহ অনুযায়ী কি হজ্জ ক্যাপ পরা যাবে উমরাহর সময়? একজন বললো এইটা নাকি বিদআত, তাহলে মুখ ঢাকবো কিভাবে?
৩.উমরাহতে বা নামাজের জন্য কাপড় পরবো মনে করলেই মনে হয় যে এইটা হয়তো নাপাক, তিনবার ধুতে হবে পাক করে।
এইটা জাস্ট আমার মনে হয়, এর কোনো নিশ্চয়তা নাই।
তবে যেহেতু বাসার সবার কাপড় একসাথে ধোয়া হয়, এতে তো নাপাকি থাকতেও পারে এই ভয় কাজ করে।
এইসব ক্ষেত্রে আমি কি কাপড় তিনবার পাক করে ধুবো, বিশেষ করে ইবাদাত করার কাপড়চোপড়গুলো নাকি একবার ধুইলেই হবে।