ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আমি যখন বলছি ডিভোর্স দিয়া দিও বা ছাইড়া দিও, তখন যদি হাসবেন্ড বলে 'তুমি ডিভোর্স দিয়া দিও' তোমার ভাল না লাগলে বা মন চাইলে তুমি ছাইড়া দিও' । (এতে বুজা যাই যখন ইচ্ছা বা যখন মন চাবে)। কিন্তু এটা সরাসরি বলে নাই, এরকমটা বুজা যায়।
এখানে উভয়টারই সম্ভাবনা রয়েছে, হয়তো অর্থ এটা হবে যে, এই মজলিসের মধ্যে মন চাইলে বা ভালো না লাগলে তুমি ছাইড়া দিও, আবার অর্থ এটাও হতে পারে যে, যখনই তোমার ইচ্ছা হবে,তখনই তুমি ছাইড়া দিতে পারবে"
যেহেতু এখানে উভয় সম্ভাবনা রয়েছে, তাই স্বামীকেই জিজ্ঞাসা করবেন, তার একথার উদ্দেশ্য কি? সে কি সাময়িক অধিকার দিয়েছিলো না স্থায়ী অধিকার দিয়েছিলো।
(ক) যদি বলে অই সময় এর জন্য রাগ কইরা বলসে। তাইলেও মজলিশ পর্যন্ত অধিকার সীমাবদ্ধ থাকবে।
(২)
"আমি হাসবেন্ড কে মেসেজে একদিন বলেছিলাম মুক্তি দেও। আমি তখন কেনায়া তালাক সম্পর্কে জানতাম না। আমি হাসবেন্ডকে ভয় দেখানো বা অইটা বললে হাসবেন্ড কি বলে, তা জানার জন্য বলেছিলাম বা ভবিষ্যতে ডিভোর্স দিয়া দেয় এমন টা বুজাইছিলাম।আমি তখন বুজতাম না কাগজ কলম ছাড়া মুখে ডিভোর্স দেয়া যায় জানতাম না। হাসবেন্ড ভাবসে আমি এম্নেই রাগ কইরা বলসি একটু পর ঠিক সব হইয়া যাবে। তখন হাসবেন্ড তালাকের কোন নিয়ত ছাড়া বলেছিল মুক্তি দিলাম। "
এতে তালাক হবে না।
(৩)
আমি হাসবেন্ডকে অনেক বার তার নিয়ত সম্পর্কে জিজ্ঞেস করসি। তারে অনেক বিরক্ত করসি তার কথা আমার বিশ্বাস হত না শয়তানের ওয়াস ওয়াসায়।
আমি তারে জিজ্ঞেস করসি তুমি কি এই কথা দারা বুজাইছো যে, আমি আমার বউ কে তালাক দিলাম বা একবারে ছাইড়া দিলাম।এখন সে যদি আমার মেসেজ অইটুকু পরার সময় তার মনে তালাক বা ছাড়ার চিন্তা চলে আসে এবং মেসেজে উত্তর দেয় যে, আমি কখনো তালাক দিলাম বা ছাইড়া দিলাম বলি নাই। এইটা লেখার সময়ও যদি তালাক বা ছাড়ার চিন্তা আসে। কিন্তু বাস্তবে ত সে তা বলে নাই কখনো।
শুধু আপনার মেসেজ পড়ার সময় বা মেসেজে উত্তর দেওয়ার সময় অই ধরনের চিন্তার জন্য তালাক হবে না।
(৪)
হাসবেন্ড ছাইড়া দিলাম তালাক দিলাম বলেছিল কি না? তা মনে করার জন্য বউ যদি নিজেকে হাসবেন্ড মনে করে মানে হাসবেন্ড এর হয়ে নিজে নিজেকে বলে ছাইড়া দিলাম, তালাক দিলাম।
তাহলে এতেকরে তালাক হবে না।
(৫)
থাকব না ;যাব গা সংসার করব না;তুমার সাথে সম্পর্ক নাইব...বউ এগুলা বলাই হাসবেন্ড তালাকের নিয়ত ছাড়া বলসে জাও গা, না থাকলা,বাড়িতে এসে যেন তুমাকে না দেখি,আমার সন্তান দিয়া যেখানে খুশি জাও।এখন সব বিষয় আবার বইলা মাসালা নেওয়ার কোনো প্রয়োজনিয়তা নাই।
বরং আপনার উল্লেখিত মুফতি সাহেবের পরামর্শ অনুযায়ী সংসার করতে পারবেন।
(৬)
আমি বলসি ছাইড়া দেও..তখন যদি হাসবেন্ড বলে যাও গা।বলছে নাকি তাও সিওর না।
এতে করে তালাক হবে না।
(৭)
আপনার একটাই সমাধান। আপনি অযথা টেনশনকে দূর করবেন।কোনো প্রকার টেনশন করবেন না।
আপনার সংসারে কোনো সমস্যা হয়নি।আপনি নিশ্চিন্তে সংসার করতে পারবেন।