আসসালামু আলাইকুম।
আমি অনার্সে ভর্তি হব। অনার্সে ভর্তি হতে সাব্জেক্ট চয়েস দিতে হবে। আমি বর্তমানে অনলাইনে আইওএম এ পড়ছি।
অনার্সের সাব্জেক্টের মধ্যে সমাজবিজ্ঞান, সমাজকর্ম,অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান,বাংলা,ইংরেজি এসব সাব্জেক্ট রয়েছে। এসব সাব্জেক্ট নিয়ে পড়া কি যায়েজ? এসব সাব্জেক্টের মধ্যে কোন কোন সাব্জেক্ট নিয়ে পড়া যায়েজ,? আর কোন সাব্জেক্ট নিয়ে পড়া যায়েজ না? একটু বিস্তারিত বলবেন ইন শা আল্লাহ।
যেমন সমাজবিজ্ঞানে /সমাজকর্মে নাস্তিক্যাবাদ শিখায়, পড়ারক্ষেত্রে কি যায়েজ হবে?
সাব্জেক্ট চয়েস দিতে হবে পাচটা সম্ভবত।
আবার, কেউ যাদি সমাজবিজ্ঞান/অর্থনীতির টিচার হয়, তার ইনকাম কি জায়েজ?
নাবালক ছেলে কি আজান দেওয়া যায়েজ?
জাজাকাল্লাহ খাইরান