ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আম্মার শব্দের অনেক অর্থ হতে পারে,
ঐ সম্মানি ফুল যা দ্বারা মাহফিল সাজানো হয়ে থাকে।এবং বিশেষ।অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। খিমার চাদের কাপড়।পাগড়ী টুপি ইত্যাদি।
العمار [عام]
گل ریحان جس کے ذریعہ بادشاہ کو عمرک اللہ کہہ کر سلامی دی جاتی تھی ( 2 ) وہ پھول جن سے محفل شراب سجائی جاتی ہے اور جب کوئی داخل محفل ہوتو ان پھولوں سے اس کا استقبال کیا جاتا ہے ( 3 ) خیمہ کی چھت کا خوبصورت کپڑا ( 4 ) پگڑی ٹوپی وغیرہ جس سے سر ڈھا نکاجائے
العمار [عام]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আম্মার শব্দের সাথে রাহমান শব্দ যোগ করে রাখা জায়েয হবে।তবে অর্থ তেমন সুন্দর দেখা যায় না। সুতরাং আমরা সাজেষ্ট করবো, আব্দুর রহমান নাম রাখার চিন্তাভাবনা করতে পারেন।