ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এই মুহূর্তে ব্যাংক থেকে টাকা তুললে যদি ১০ লক্ষ্যর মত লস হয়, তাহলে এই মুহূর্তে টাকা উত্তোলনের কোনো প্রয়োজন নাই।বরং যখন লস হবে না, তখনই টাকা উত্তোলন করবেন। যদি সুদ আসে,তাহলে সেই টাকাকে সদকাহ করে দিবেন।
ঐ টাকা দ্বারা জমি ক্রয় করে নিলে বা মেশিনারি কোনো কিছু ক্রয় করে নিলে, তখন আর যাকাত আসবে না। যতদিন না ঐ টাকা দ্বারা জমি বা মেশিনারি কোনো কিছু ক্রয় করছেন, ততদিন আপনাকে ঐ টাকা যাকাত দিতে হবে।এতে মূলধন কমে গেলেও আপনার যাকাত থেকে পিছপা হওয়া জায়েয হবে না।বরং যাকাত আদায় করতেই হবে।
হ্যা, আপনি আপনার মায়ের কাছ থেকে টাকা নিয়ে সংসার চালাতে পারবেন।
আপনার বিবি বাচ্ছার জন্য হালাল হবে।