আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
১। কোন টাকা মানত করলে সেই টাকা কি সওয়াব এর নিয়ত সহ দান করা যাবে কি??
২। আমার বিকাশ একাউন্টে কিছু টাকা ছিল, কিছু দিন আগে ওই টাকার উপর সামান্য সুদ আসছে ১৮ টাকার মতো, এখন এই অল্প টাকা ত উঠানো যায় না বিকাশ থেকে, এখন চমার নিজের কাছে থাকা অন্য টাকা থেকে সওয়াব এর নিয়ত ছাড়া মসজিদে দান করে দিলে কি হবে???
৩। কসম ও এর কাফফারা সম্পর্কে কিছু প্রশ্ন ছিল, কিছু দিন এই কথাটা মাথায় আসলো, আমার বয়স তখন ১২-১৩ হবে, আমাদের এলাকায় এক লোক আচার বিক্রি করতো অসুস্থ থাকার কারণে তখন যতটুকু মনে পড়ে যে, আল্লাহর নামে কসম করেছিলাম যে এই লোকের থেকে আর কোন আচার খাবো না, কিন্তুু পরবর্তী তে আরো কয়েক বার আচার খেয়েছিলাম।
***** দ্বিতীয়ত, আরেক লোক আমাদের এলাকায় ফুচকা বিক্রি করতেন ওনার ফুচকা খাওয়ার বিষয় এই রকম কসম করেছি কিনা মনে পড়তাছে না ওইরকম, মাঝে মধ্যে মনে হয় করছি, আবার মনে হয় করি নি। ওনার দোকান থেকে এখনো আমি ফুচকা খাই।
৪। ৩ নাম্বর ২ টা ঘটনার কারণে কি কসম হবে???
এর জন্য কি এখন কাফফারা দিতে হবে?? তখন কসমের কাফফারা সম্পর্কে কিছু জানতাম না, কিছু দিন আগে এই সম্পর্কে জানতে পারি। এখন কাফফারা দেওয়া লাগলে কিভাবে দিবো।
৫। ওনাদের ২ জনেরই দোকান থেকে কি আর কিছু খেতে পারবো??