আস'সালা মুআলাইকুম , কাবিন নামায় তালাকের অধিকার প্রাপ্ত কোনো নারী যদি ঝগড়ার পরে ভবিষ্যতে তালাকের চিন্তে থেকে এই কথা বলে যে ,
" ওনাদেরকে ( মেয়ের বাবা মা কে) তো জানাতে হবে যে ওনাদের মেয়ের সংসার ভেঙ্গে গেছে" , এই কথা দ্বারা কি কোনো তালাক পতিত হবে ?
উল্লেখ্য , উক্ত কথা বলারা সময় মেয়ে জানতো না যে তার অধিকার আছে। এমন কথা দ্বারা সমস্যা হতে পারে এই ধারণাও ছিলো না , এবং সে মনে করতো তালাকের অধিকার শুধু ছেলেদের আছে !
ঘটনার তিন দিন পরে ঝগড়া মিটে গেছিলো এবং এখন তাদের দুই ছেলে মেয়ে আছে ,