স্ত্রী যদি স্বামীকে এক তালাক,দুই তালাক,তিন তালাক বলে।
প্রশ্ন১:পরে যদি বলে যে আমাদের তালাক হয়ে গেছে একেএে সত্যি সত্যি তালাক হয়ে যাবে কিনা যদি স্ত্রীর অধিকার থাকে?জানার জন্য
প্রশ্ন ২ অথবা পরে যদি কখনো বলে আমাদের সম্পর্ক হারাম হয়ে গেছে একেএে ও কি তালাক হয়ে যাবে কিনা যদি অধিকার থাকে?নিয়ত করে বললে বা নিয়ত ছাড়া বললে পড়বে কিনা?জানার জন্য
প্রশ্ন ৩: অথবা পরে যদি বলে আমাদের সম্পর্ক অবৈধ হয়ে গেছে তাহলেও তালাক হবে কিনা যদি অধিকার থাকে?নিয়ত করে বললে বা নিয়ত ছাড়া বললে পড়বে কিনা?জানার জন্য
প্রশ্ন ৪:অথবা কখনো যদি বলে আমি তোমার জন্য অবৈধ বা অবৈধ হয়ে গেছি একেএে ও তালাক পরবে কিনা যদি অধিকার থাকে?যদি নিয়ত করে বলে পড়বে কিনা বা নিয়ত ছাড়া বলতে পড়বে কিনা?
আমি স্ত্রী কে কোন অধিকার দিনাই এরপরো জানার জন্য প্রশ্নগুলো করা।
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_230205_234432_339.sdoc-->