আসসালামু আলাইকুম শায়েখ
আরেকটা ব্যাপারে দ্বিধাদ্বন্দে ভুগছি,,যদি আমি সকাল ৯ টার দিকে বুঝি যে রাতেই আমার হায়েজ শেষ হয়েছিল তাহলে তো গোসল করে আমাকে ইশা সহ ফজর কাজা করতে হবে কিন্তু শায়েখ আমার যদি সেদিন ফাইনাল এক্সাম সকাল ৯.৩০ এ তাহলে কি এক্সাম দিয়ে এসেও কাজা করা যাবে নাকি এক্সামে যাওয়ার আগেই গোসল করে কাজা নামাজ আদায় করে যেতে হতে? আগেই গোসল করতে গেলে তো শায়েখ আমার এক্সামের অনেক টাইম চলে যাবে,,সেক্ষেত্রে আমার এক্সাম দিয়ে এসে কাযা আদায় করলে কি হবে?