আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
আমি বিছানায় বসে চুল আচরাচ্ছিলাম তখন আমার বাবা আমাকে বিছানা থেকে নেমে চুল আচরাতে বলেন, প্রথমে আমি উনার কথা মানিনি, তারপর বিরক্তি নিয়ে দুটো কথা শুনাই, আমার মনে হয় উনি কষ্ট পেয়েছেন,পরবর্তীতে আমার খুব খারাপ লাগছে, মায়ের সাথেও অনেক সময় মনোমালিন্য হয়, এখন আমি কি করবো? উনাদের কাছে কিভাবে ক্ষমা চাইবো? আমার সংকোচবোধ কাজ করে, আবার নিজেও মনে শান্তি পাচ্ছি না, আমি যদি উনাদের কাছে ক্ষমা না চেয়ে শুধু মনে মনে খাঁটি তাওবা করি তাহলে কি হবে?