আমার দাদা স্কুলের জন্য জমি দান করেছে। স্কুলে ঘর ছিলো না। উনি নিজের ঘর খুলে স্কুলে দিয়ে এসেছেন। দাদার মৃত্যুর পর আমার বাবা এবং চাচারা মসজিদের জন্য জমি দান করেছে। স্কুল এবং মসজিদ পাশাপাশি অবস্থিত। আমার বাবা স্কুল এবং মসজিদের বর্তমান সভাপতি। আমার বাবার বয়স ৭০+। উনি অসুস্থ। একারনে উনি স্কুলের কোন দায়িত্ব পালন করতে পারেন না। শুধু নামে সভাপতি। সকল কাজ স্কুলের হেডস্যার এবং কমিটির লোকেরা করে থাকেন।
স্কুলের কিছু পুরাতন মালালাল বিক্রি করা হয়েছে ৭৪ হাজার টাকায়। কিন্তু লিখিত দেখানো হয়েছে ৩০-৪০ হাজার টাকা। এই ৩০-৪০ হাজার টাকা স্কুলের উন্নয়ন কাজে ব্যয় করা হবে। নিয়ম অনুযায়ি বাকি টাকা সরকারের নিকট হস্তান্তর করতে হয়। কিন্তু তা করা হবে না। এই টাকা কমিটির লোকেরা বিভিন্ন কারন দেখিয়ে খেয়ে ফেলবে। যদি এই টাকা উপর মহলের কাছে পাঠানো হয় তবে এই টাকা উপর মহলের লোকেরা খেয়ে ফেলবে। মানে বাকি টাকা সরকারি কোষাগারে কখনো হয়তবা পৌছোবে না।
এই টাকা থেকে আমার বাবা ১০ হাজার টাকা মসজিদের জন্য দান হিসেবে রেখে দিয়েছে। এখন প্রশ্ন এই টাকা কি মসজিদে দেওয়া যাবে কিনা??
এই টাকার মালিক সরকার। কিন্তু এই টাকা সরকারের কাছে পৌছবে না। এই টাকা ফেরত দিলে অন্যরা তা খেয়ে ফেলবে। এখন এই টাকা কি ফেরত দিয়ে দিবো নাকি মসজিদে দান করা যাবে??