ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না।(সূরা মায়েদা-০২)
আমাদের মনে রাখতে হবে,
পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে।কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি যদি মনে করেন যে, আপনার ঐ ড্রেসগুলো হারাম ও অবৈধ কাজে ব্যবহার হবে, যদি এত্থেকেও মুহতাজ এমন কেউ থাকে যাকে দিলে সে গোনাহের কাজে ব্যবহার করবে না, তাহলে এমতাবস্থায় এমন কাউকে ড্রেসগুলো দেয়া উচিৎ হবে না যে, ঐ কাপড়গুলোকে গোনাহের কাজে ব্যবহার করবে। নতুবা আপনি ঐ কাপড়গুলো যে কাউকে দিতে পারবেন। কেউ গোনাহের কাজে ব্যবহার করলে তার গোনাহ হবে। আপনার এক্ষেত্রে কোনো গোনাহ হবে না।