আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ উস্তায,
আমার স্বামী একজন মালিকানাভুক্ত ড্রাইভার, উনার কাজের কোন নির্দিষ্ট সময় নাই, তাই উনার ইবাদত বন্দেগীর বেশ ব্যাঘাত ঘটে। উনার মালিকপক্ষ নামাজের জন্য তেমন সুযোগ সুবিধা দেয় না, অনেক সময় (বেশিরভাগ) উনি শুধু ফরজ নামাজ পড়ার সুযোগ পান। এবং কখনো নামাজে বেশি সময় লাগলে মালিকপক্ষ থেকে কড়া কথাও শুনতে হয়, অনেক সময় জামায়াত ছুটে যায়।
( উনি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায়ের চেষ্টা করে আলহামদুলিল্লাহ)
উনার মালিকপক্ষ মাঝেমধ্যে (প্রায়) বিভিন্ন উৎসবে, ক্লাবে যায়। এবং অনেক রাত পর্যন্ত সেখানকার উৎসব শেষ করে ফেরে, ততক্ষন পর্যন্ত আমার স্বামীকে গাড়িতে অপেক্ষা করতে হয় তাদের বাসায় পৌছে দেওয়ার জন্য। উনারা মাঝে মধ্যে ১০০/২০০ টাকা বকশিসও দিয়ে থাকেন।
এবং প্রতি রমজানে মালিকপক্ষ এক মাসের জন্য তাদের সকল কর্মচারীদের ২০কেজি চালসহ ইফতারির যাবতীয় কিছু দিয়ে থাকেন ও প্রতিদিন ১৫০ টাকা দেন সাহরির জন্য। (এর দরুন বেতন কাটা হয় না).
এখন আমার প্রশ্ন হলো আমার স্বামীর জন্য এই চাকুরী কি হালাল? এবং এই বকশিশ ও রমজানের ইফতারি সাহরি গ্রহণ করা হালাল হবে?
উল্লেখ্য - মালিকপক্ষ কোন ছুটি দিতে চাই না (এমনকি শুক্রবার ও ছুটি নাই, উনি অসুস্থ হলেও অসুস্থতা নিয়ে কড়া কথা বলে, ছুটি দিতে চাই না), এবং পরিবারকে সময় দেওয়ার মতো সুযোগ দেই না। আমাদের বিয়ে হয়েছে ৪ মাস, এই ৪মাসে আমি ১বার বাবার বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। (এক কথায় উনি শুধু রাতে ঘুমানোর জন্য ঘরে ফেরে) এতে করে কি তার পরিবারের হক্ব নষ্ট হচ্ছে?
দ্রুত উত্তর পাওয়ার ইচ্ছা পোষণ করছি ইং শা আল্লাহ
জাযাকাল্লাহু খইরন।