আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
103 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ উস্তায,
আমার স্বামী একজন মালিকানাভুক্ত ড্রাইভার, উনার কাজের কোন নির্দিষ্ট সময় নাই, তাই উনার ইবাদত বন্দেগীর বেশ ব্যাঘাত ঘটে। উনার মালিকপক্ষ নামাজের জন্য তেমন সুযোগ সুবিধা দেয় না, অনেক সময় (বেশিরভাগ) উনি শুধু ফরজ নামাজ পড়ার সুযোগ পান। এবং কখনো নামাজে বেশি সময় লাগলে মালিকপক্ষ থেকে কড়া কথাও শুনতে হয়, অনেক সময় জামায়াত ছুটে যায়।
( উনি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায়ের চেষ্টা করে আলহামদুলিল্লাহ)
উনার মালিকপক্ষ মাঝেমধ্যে (প্রায়) বিভিন্ন উৎসবে, ক্লাবে যায়। এবং অনেক রাত পর্যন্ত সেখানকার উৎসব শেষ করে ফেরে, ততক্ষন পর্যন্ত আমার স্বামীকে গাড়িতে অপেক্ষা করতে হয় তাদের বাসায় পৌছে দেওয়ার জন্য। উনারা মাঝে মধ্যে ১০০/২০০ টাকা বকশিসও দিয়ে থাকেন।
 এবং প্রতি রমজানে মালিকপক্ষ এক মাসের জন্য তাদের সকল কর্মচারীদের ২০কেজি চালসহ ইফতারির যাবতীয় কিছু দিয়ে থাকেন ও প্রতিদিন ১৫০ টাকা দেন সাহরির জন্য। (এর দরুন বেতন কাটা হয় না).
এখন আমার প্রশ্ন হলো আমার স্বামীর জন্য এই চাকুরী কি হালাল? এবং এই বকশিশ ও রমজানের ইফতারি সাহরি গ্রহণ করা হালাল হবে?
উল্লেখ্য - মালিকপক্ষ কোন ছুটি দিতে চাই না (এমনকি শুক্রবার ও ছুটি নাই, উনি অসুস্থ হলেও অসুস্থতা নিয়ে কড়া কথা বলে, ছুটি দিতে চাই না), এবং পরিবারকে সময় দেওয়ার মতো সুযোগ দেই না। আমাদের বিয়ে হয়েছে ৪ মাস, এই ৪মাসে আমি ১বার বাবার বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। (এক কথায় উনি শুধু রাতে ঘুমানোর জন্য ঘরে ফেরে) এতে করে কি তার পরিবারের হক্ব নষ্ট হচ্ছে?
দ্রুত উত্তর পাওয়ার ইচ্ছা পোষণ করছি ইং শা আল্লাহ
জাযাকাল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (559,260 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম। এতে মানবজীবনের ব্যক্তিগত পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলের যাবতীয় বিষয়ের সমাধানে হিকমতপূর্ণ বিধানের বর্ণনা রয়েছে।

মহান আল্লাহ তা‘আলা তাঁর নির্ধারিত ফরজ ইবাদত (যেমন নামায) সম্পন্ন করার পর জীবিকা অন্বেষনে জমীনে ছড়িয়ে পড়তে নির্দেশ দিয়েছেন। যাতে সর্বশ্রেষ্ঠ জীব নিজেই জীবিকা অর্জনে ব্রতী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিশ্রম লব্দ উপার্জনকে সর্বোত্তম উপার্জন বলে আখ্যায়িত করেছেন। 

আল্লাহ তা‘আলা ফরয ইবাদত সমাপনান্তে জীবিকা নির্বাহে উপার্জন করার লক্ষ্যে যমিনে ছড়িয়ে পড়তে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন:
﴿فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُواْ فِي ٱلۡأَرۡضِ وَٱبۡتَغُواْ مِن فَضۡلِ ٱللَّهِ وَٱذۡكُرُواْ ٱللَّهَ كَثِيرٗا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ﴾ [الجمعة:10]
‘‘সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে, এবং আল্লাহকে অধিক স্মরন করবে যাতে তোমরা সফলকাম হও।
(সূরা জুমআহ: ১০।)

এ আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী (র.) বলেন:
فاذا فرغتم من الصلاة فانتشروا في الأرض للتجارة والتصرع في حوائجكم
‘‘যখন নামায শেষ হয়ে যাবে, তখন তোমরা ব্যবসায়িক কাজকর্ম ও অন্যান্য পার্থিব প্রয়োজনাদি পূরণে বেড়িয়ে পড়ো।

( কুরতুবী, আবু আব্দুল্লাহ মুহাম্মাদ, আলজামেউ লি আহকামিল কুরআন, খ.১৮,পৃ.৯৬।)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরন মতে আপনার স্বামীর এই চাকুরী হালাল,বেতন হালাল, এবং এই বকশিশ ও রমজানের ইফতারি সাহরি গ্রহণ করা হালাল হবে।

তবে প্রশ্নের বিবরণ মতে তিনি আপনার হক পূর্ণ ভাবে আদায় করছেননা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 295 views
...