আসসালামু আলাইকুম। আমি সোশাল মিডিয়া ব্যবহার করি। যেমন ফেসবুক, লিংকডিন। এর মধ্যে অনেকে আমার Friend list এ থাকে যারা বিভিন্ন না যায়েজ Post করে থাকে, নারীদের ছবি, অন্যান্য না যায়েজ জিনিস। যদিও তারা আমার friend list এ থাকলেও আমি আনফলো করা থাকে। তাইলে তো আমার আর গুনাহ হবে না?
শেষ প্রশ্ন, আমি অনলাইনে (পেশা) envato website এ বিভিন্ন ওয়েবসাইট template বিক্রি করি। এর মধ্যে অনেক মহিলা বায়ার থাকে। যাদের ছবি দেখা যায়, আমি তাদের ছবি না দেখলাম, ঠিক আছে, কিন্তু যখন অন্য কেউ আমার ওয়েবসাইটের প্রোপাইলে এসে সেই মহিলার ছবি দেখল এতে কি আমার গুনাহ হবে? যেহেতু আমার প্রোপাইল?
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।