বিসমিহি তা'আলা
সমাধানঃ-
জ্বী, উনার মাস'আলা বর্ণনা সঠিক।
তবে উনার এ কথা যে, বাংলাদেশের কওমী মাদরাসা সমূহে যাকাত-ফিতরা কুরানির এবং চামড়ার টাকা দিয়ে উস্তাদের বেতন ভাতা দেওয়া হয়,সেটা সত্য নয়।
আমি অনেক মাদরাসাকে দেখেছি, যেখানে জেনারেল ফান্ড তথা সাধারণ ডোনেশন এর টাকা দিয়ে-ই উস্তাদদের বেতন-ভাতা দেয়া হয়।
এবং যাকাত-ফিতরা দিয়ে শুধুমাত্র গরীব-এতিম ছাত্রদের খোরাকির ব্যবস্থা করা হয়।
তবে যদি কোথাও উনার বর্ণনামত পরিস্থিত বা পরিচালনা পদ্ধতি পাওয়া যায়,তবে সংশোধন-ই কাম্য।নয়তো এর জবাবদিহি মাদরাসা প্রধানকে করতে হবে।
বিস্তারিত জানতে নিম্নক্ত কিতাবাদি দেখা যেতে পারে,
আল-ইলমু ওয়াল উলামা-(হাকীমূল উম্মত থানভী রাহ,)
আহসানুল ফাতাওয়া-(১ম খন্ড-মুকাদ্দিমা)
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.