আসসালামু আলাইকুম। উস্তায,ক্লাসে যখন সালাতের আহকাম পড়ানো হয়েছিল,তখন সিজদার অঙ্গসমুহের মধ্যে পায়ের আঙুল ও ছিল।আমরা মেয়েরা যে ডান দিকে পা বিছিয়ে সিজদা দেই, তখন পায়ের আঙুল পুরোপুরি কিবলামুখী হয় না,তাহলে যেভাবে পড়ি তার মাধ্যমে সিজদা আদায় হয়ে যাবে?? অনেকেই এই ব্যাপারে প্রশ্ন করে কিন্তু বলতে পারি না কিছু।অনেকেই আবার ২ ফিকহের নামাজের পদ্ধতি মিক্স করে যেমন,ছেলেদের মতো পা খাড়া করে নামাজ পড়ে কিন্তু নিচু হয়ে যাস্ট পা গুলো খাড়া করে,এভাবে মিক্স করা যাবে কি??? নাকি তাদের নিষেধ করা উত্তম।
জাযাকুমুল্লাহু খইরন