আসসালামু আলাইকুম, আমি একজন ফ্রিল্যান্সার,কন্টেন্ট, আর্টিকেল লিখি। ক্লায়েন্টেদের সাথে যাস্ট কাজ খোঁজার সময়, ইন্টারভিউ দেওয়ার সময়, কাজ বুঝে নেওয়ার সময় আর পেমেন্ট নেওয়ার সময় কথা হয়, এছাড়া আর কোনো কথা হয় না।সব কথা লিখেই হয়, মেইলে বা ফেসবুকে।
উনারা যে কাজ দেয় সব হালাল।
প্রশ্ন হলো-
১.যদি আমার অর্থের প্রয়োজন না থাকে, বাবা সব মিটিয়ে দেন, তার পরেও কি আমি এভাবে কাজ করতে পারবো?ক্লায়েন্টদের সাথে হয়তো আমার সপ্তাহে ২-৩ টা কথা হয় কাজ দেওয়া নেওয়া নিয়ে।হালাল হবে কি?
২.যদি আমার প্রয়োজন থাকে, তাহলে কি গুনাহ হবে?
আর একটা কোম্পানিতে কাজ করা হয়, আমার কাজ হচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট লেখা,ওখানে ২ টা কাজ হয়,
১. সামাজিক মূল্যবোধ বাড়ানোর জন্য, অন্যায়কে বলার জন্য, সৎ উপদেশ দেওয়ার জন্য।
২। কোম্পানির পাবলিসিটি।
এখন আমি ওই মূল্যবোধ সম্পর্কে ভিডিওর স্ক্রিপ্ট লিখলেও কোম্পানির পাবলিসিটি হয়ে যায়, এখন এখান থেকে কি টাকা নেওয়া হালাল হবে? কারণ কাউকে সৎ উপদেশ দেওয়ার বিনিময়ে নেওয়া হচ্ছে।