বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ
বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ
তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
এবং এমন কথা বলে, যা তারা করে না।
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانتَصَرُوا مِن بَعْدِ مَا ظُلِمُوا ۗ وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ
তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।(২২৪-২২৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
"আমি পারিনা আর পারিনা, আমি কেন মরিনা। আজরাইল কি চেনে না আমারে গো, আমি পারি না পারিনা।। আমি হয়তো দুই দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার তালবাহান বুঝলাম না রে এক রতি।"
এই গানের মধ্যে শিরকি বিষয়াদি রয়েছে , সুতরাং কেউ যদি এই গান আবৃত্তি করে, তাহলে তাকে অবশাই ঈমান নবায়ন করতে হবে।
(২)
ঈমান চলে যায় - এমন কোন কথা কারো সামনে বলে ফেললে তার সামনেই যে, তওবা করতে হবে, বরং একাকি আল্লাহর কাছে তাওবাহ করে নিলেই হবে।তাওবাহ যথেষ্ট হবে।