ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আ'কা শব্দের শাব্দিক অর্থ-
آقا کے اردو معانی
اللہ، ایشور، خدا، خداوند مالک
مذہبی پیشوا یا بر گزیدہ شخصیت جس سے عقیدت ہو
غلام یا لون٘ڈی کا سر پرست، مخدوم، ولی ، حاکم، افسر
شعر
ترے سلام کے دھج دیکھ کر مرے دل نے
شتاب آقا مجھے رخصتی سلام کیا
আ'কা উর্দু শব্দ। এর অর্থ অনেক অর্থ হতে পারে।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর সাথে যখন আ'কা শব্দ সম্পৃক্ত হবে, তখন এর অর্থ হবে, ধর্মীয় নেতা। সুতরাং তারা রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আকা শব্দকে সম্পৃক্ত করে সম্মোধন করা হলে তখন অর্থ হবে, ইসলাম ধর্মের ধর্মীয় নেতা। এ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর সাথে আ'কা শব্দের সম্পৃক্ততা অসৌজন্য মূলক হবে না।