ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
"আমি হাসবেন্ড কে বলেছিলাম ডিভোর্স দিয়া দিও সে বলছিল তুমি দিয়া দিও। এই বিষয়টা হাসবেন্ড এক হুজুর কে জিজ্ঞেস করছিল, আর আমাকে বলছে, কোন চিন্তা করো না কিছু হয় নাই। পরে আমি বলসি কি জিজ্ঞেস করছো হুজুর কে। আসলে তার সঠিক ঘটনা মনে নাই ভুল বইলা ফেলছে হুজুরকে । তখন হাসবেন্ড বলসে... বলসি ডিভোর্স দিয়া দিও ডিভোর্স দিয়া দিলাম.. এটুকু বলার সাথে সাথে আমি বলসি কিসের ডিভোর্স দিয়া দিলাম।। তখন হাসবেন্ড বলসে আরে ডিভোর্স দিয়া দিলাম এই কথা তুমি বলছো তাই বলসি হুজুরকে। তখন আমি বলসি আমি কখনো অই কথা বলি নাই আর তুমি ও বল নাই।কিসের উল্টা পাল্টা বইলা জিজ্ঞেস করছো। হাসবেন্ড বলসে তুমি অই কথা বললেও কিছু হবে না হুজুর তাই বলসে।"
(ক) হুজুরকে হাসবেন্ড কি জিজ্ঞেস করেছিলো? তা জানতে চাওয়ায়, হাজবেন্ড আপনাকে ঐভাবে বলেছে, এতেকরে কোন সমস্যা হবে না। তালাক পতিত হবে না।
(খ) হাসবেন্ড যদি ঐ কথা (ডিভোর্স দিলাম) নিজে বলেছে বলে মাস'আলা জিজ্ঞেস করে, কিন্তু যদি সত্যি সে এই কথা কখনো বলে না থাকে। আসলে যা ঘটেছে সেটা তার মনে ছিল না, ভুল ভাবে বইলা ফেলছে, এতেকরে কোনো তালাক পতিত হবে না।
(২) হাসবেন্ড যদি বলে তোমার যা মন চায় তাই কর।তোমার যেভাবে ভাল লাগে অই ভাবেই থাকো।(এই কথা দিয়া হইত বুজাতে পারে তারে ছাড়া যদি ভাল থাকি তাইলে যেন তাই থাকি তাও যেন ভালো থাকি)
আপনার আশংকাকৃত ঐ নিয়তে বলে থাকলে অধিকার দেওয়া বুঝাবে। এজন্য স্বামীকে তার নিয়ত সম্পর্কে স্পষ্ট করে বলে দিতে হবে।
(ক) সাময়িক অধিকার দেওয়ার পর সাথে সাথে আমি কিছু বলি নাই এটা আমি নিশ্চিত। কিন্তু কখন বলছি তা মনে নাই,তখন বৈঠক শেষ হয়ে গিয়েছে কি না? সেটা অস্পষ্ট। আর অস্পষ্ট বিষয়ে তালাকের ওয়াসওয়াসা গ্রস্ত ব্যক্তিদের জন্য তালাক হবে না ।
সুতরাং যেহেতু আপনি ওয়াসওয়াসা গ্রস্ত ব্যক্তি, তাই আপনার কোনো তালাকই পতিত হবে না।
(খ) সাময়িক তালাকের বৈঠক নাকি একাধিক দিন ও হতে পারে।হাসবেন্ড সাময়িক অধিকার দেওয়ার মত কিছু বললে বউ যদি সেসময় তালাক হওয়ার মত কিছু না বলে।একটু পর তার সাথে সাভাবিক কথা বলে সাভাবিক কাজ যেমন খাওয়া ঘুমানো। তারপর যদি তালাক হওয়ার মত কথা বলে, তাহলে তালাক পতিত হবে না।
(৩)
হাজবেন্ড ছাইড়া দিলাম তালাক দিলাম বলছে কি না? মনে করার জন্য বউ যদি হাসবেন্ড এর হয়ে নিজের দিকে ইংগিত করে ছাইড়া দিলাম তালাক দিলাম বলে তাইলে তালাক পতিত হবে না। কেননা স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারে না।
(৪)
আপনার সকল বিষয় বুঝতে পেরেছি, অাপনি একাধিক প্রশ্ন করেছেন, আপনার কোনো প্রশ্ন দ্বারাই তালাক পতিত হবে না।