আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
173 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (6 points)
আসসালামু আলাইকুম৷ কিছু প্রশ্ন আনেকদিন যাবত মাথায় ঘুরপাক খাচ্ছে, ভয় হচ্ছে৷
১, নাটাক, মুভি/সিনেমা এসবে যে পুজা করে, শিরক মিছ্রিত কথা বলে, গান হয়। যেমনঃ মায়ের কসম , মাটির কসম, দেয়। আবার নমস্কার দেয়।  এসব যাবতীয় শিরক মিছ্রিত কথা, গান ইত্যাদি মুভিতে দেখা যায়। আবার ইলুমিনাতির বিভিন্ন সাইনও  দেখতে পাউয়া যায় মুভিতে/সিনেমাতে। আমি যদি এই মুভি/সিনেমা  দেখি তাহলে আমিও কি শিরক করে ফেললাম?
আবার, আমার ফোনের মাধ্যমে যদি কেউ এই শিরক মিছ্রিত মুভি দেখে বা গান শুনে তাহলে আমি কি মুশ্রিক হয়ে যাব?
২, অনেক সময়  বাহিরে গেলে বা আমার বাড়ির আশেপাশে শিরক মিছ্রিত গানবাজনা  চলে সাউন্ডবক্সে। আমার কান পর্যন্ত  স্পষ্ট শোনা যায়,  আমি যেহেতু শুনেছি তাহলে কি আমিও শিরক করে ফেল্লাম? আমি মুশ্রিক হয়ে গেলাম?

৩. আমার সামনে যদি কেউ শিরককারি কোনো  কথা বলে,কোনো হিন্দু বোন যদি নমস্কার জানায় তাহলে কি আমিও শিরককারি ব্যাক্তি হিসেবে গন্য হব/মুশরিক  হয়ে যাব?
৪, নামাজে বা অন্যান্য সময় আমার শিরক মিছ্রিত গান মনে আশে,আমি ইচ্ছাকৃত মনে করতে চাই না। একাই মনে আশে, প্রায় দেড় বছর যাবত ।এই শিরক মিছ্রিত গান মনে আশাতে আমি কি মুশরিক হয়ে যাব??
আগে অনেক বেশি মনে হত,সারাদিন ই মনে হত, মনে করতে চাইতাম না তবুও। এখন তার তুলনায় কম আলহামদুলিল্লাহ।

আফওয়ান এতগুলো প্রশ্ন করার জন্য প্লাস গুছিয়ে লিখতে না পারার জন্য।  দয়া করে প্রতিটা প্রশ্নের উত্তর দিবেন ইন শা আল্লাহ, একটু সহজে। আমি যেভাবে প্রশ্ন করেছি সেভাবে উত্তর দিয়েন,একটু বুঝিয়ে বলবেন ইন শা আল্লাহ৷আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার জিবনের শেষ মুহূর্ত পর্যন্ত হেদায়েতের পথে রাখেন, যেন ইমান নিয়ে মৃত্যু গ্রহণ করতে পারি।প্রতিটি মুহুর্তে শয়তানের ধোকায়  পড়ে  পাপ করে যাচ্ছি।আল্লাহ যাতে আমাকে হেফাযতে রাখেন, যেমনটা আমার প্রিয় নিবিকে রেখেছিলেন।
জাজাকাল্লাহ খাইরান।

1 Answer

0 votes
by (589,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আপনি যে হাদীস বলেছেন তার মূল আরবী পাঠ হল,
ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪٍ ﺍﻟﺨُﺪْﺭِﻱِّ - ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋﻨﻪُ - ﻗﺎﻝَ : ﺳَﻤِﻌْﺖُ ﺭﺳﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳﻘُﻮﻝ" : ﻣَﻦْ ﺭَﺃَﻯ ﻣِﻨْﻜُﻢْ ﻣُﻨْﻜَﺮًﺍ ﻓَﻠْﻴُﻐَﻴِّﺮْﻩُ ﺑِﻴَﺪِﻩِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ  ﻓَﺒِﻠِﺴَﺎﻧِﻪِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﺒِﻘَﻠْﺒِﻪِ ، ﻭَﺫَﻟِﻚَ ﺃَﺿْﻌَﻒُ ﺍﻹِﻳﻤَﺎﻥِ "
তরজমাঃহযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত,নবীজী সাঃ বলেনঃ তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে,তাহলে সে যেন তা হাত দিয়ে ,না পারলে মুখ দিয়ে এবং না পারলে সে যেন তা অন্তর দিয়ে গৃণা করে।এবং এটাই তার ঈমানের সর্বনিম্ন স্থর। (সহীহ মুসলিম শরীফ-৭৩)

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পূজা দেখে উপভোগ করার অর্থ যদি এমন হয় যে,এটা আমাদের ধর্ম থেকে উত্তম প্রার্থনা পদ্ধতি, আমিও এমন করতে চাই,বা আমাদের ধর্মে কেন এমন হলনা?তাহলে ঈমান চলে যাবে। আর যদি এমন না হয়, বরং পুজায় সংগঠিত ঘটনা বা তৎসংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে উপভোগ করা হয় কিন্তু অন্তরে পুজাকে ঠিকই গৃনা করা হয় বা পুজাকে নিজের জন্য অপছন্দ করা হয়,তাহলে তার আসল(ত্রুতিপূর্ণ)ঈমান অবশ্যই বাকী থাকবে,যদিও তার মধ্যে কামিল ঈমানের লেশমাত্রও বিদ্যমান থাকবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1982

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নাটক, মুভি/সিনেমা এসবে যে পুজা করা হয়, শিরক মিশ্রিত কথা বলা হয়, গান করা হয় কিংবা ইলুমিনাতির বিভিন্ন সাইনও দেখতে পাউয়া যায়, এসব মুভি সিনেম্ দেখলে যদিও শিরক হবে না, তবে এগুলো করার দ্বারা কামিল ঈমানদারও হওয়া যাবে না। ফোনের মাধ্যমে যদি কেউ এই শিরক মিশ্রিত মুভি দেখে বা গান শুনে তাহলে সে মুশরিক হবে না।

(২)
বাহিরে গেলে বা আমার বাড়ির আশেপাশে শিরক মিশ্রিত গানবাজনা চললে এদ্বারা শিরক হবে না।

(৩)
আপনার সামনে যদি কেউ শিরকি কোনো কথা বলে,কিংবা কোনো হিন্দু বোন যদি নমস্কার জানায় তাহলেও আমি মুশরিক হবেন না।

(৪)
অনিচ্ছাকৃত কোনো শিরকি কথা মনের মধ্যে চলে আসলে এদ্বারা শিরক হবে না। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4560


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...