ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
এশার ফরয নামাযের পর সুন্নতের ওয়াক্ত শুরু হয়। বিতির পর্যন্ত ওয়াক্ত বাকী থাকে। সুতরাং এশার ফরযের পূর্বে সুন্নত পড়ে নিলে সেই সুন্নত গ্রহণযোগ্য হবে না।বরং উক্ত সুন্নতকে আবার পড়ে নিতে হবে।ওয়াক্ত শেষ হওয়ার পর সেই সুন্নতকে কাযা করা সুন্নত।
أَمَّا السُّنَنُ الْبَعْدِيَّةُ: مِثْل سُنَّةِ الظُّهْرِ الْبَعْدِيَّةِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ، فَوَقْتُ كُلٍّ مِنْهَا مِنْ بَعْدِ الاِنْتِهَاءِ مِنَ الْفَرِيضَةِ إِلَى خُرُوجِ وَقْتِ الْمَكْتُوبَةِ وَدُخُول وَقْتِ الأُْخْرَى، فَإِذَا خَرَجَ الْوَقْتُ وَلَمْ يُؤَدِّ السُّنَنَ الْبَعْدِيَّةَ فَإِنَّهَا تُعْتَبَرُ فَائِتَةً
(অাল-মাউসু'আতুল ফেকহিয়্যাতুল কোয়েতিয়্যা-২৫/২৮০)
(২)
সুন্নত দুই প্রকার।যথাঃ-(১) সুন্নতে মু'আক্কাদা (২) সুন্নতে গায়রে মু'আক্কাদা।
(১)সুন্নতে মু'আক্কাদাঃ
যা রাসূলুল্লাহ সাঃ নিয়মিত পড়েছেন ও নিয়মিত পড়ার নির্দেশ উম্মতকে দিয়েছেন। সুন্নতে মু'আক্বাদা নামায সর্বমোট ১২ রা'কাত। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/4516
সুন্নতে মু'আক্কাদা নামাযকে তরক করলে গোনাহ হবে,
(২) সুন্নতে গায়রে মু'আক্কাদাঃ
যা রাসূলুল্লাহ সাঃ নিয়মিত পড়েনন নাই এবং নিয়মিত পড়ার জন্য উম্মতকে সরাসরি বা ইশারা ইঙ্গিতে কোনো নির্দেশনাও দেন নাই।