আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
200 views
in পবিত্রতা (Purity) by (10 points)
১।আমার প্রতিদিনই ঘুম থেকে উঠে খুব সামান্য পরিমাণ এক দিরহাম থেকে কম বীর্যের মতো কিছু দেখতে পাই। মাঝে মধ্যে আগের দাগ মনে হয়। মাঝে মধ্যে মনে হয় কাপড়ের দাগ। গন্ধ শুকে ও নিশ্চিত হতে পারি না বীর্য বলে। এক্ষেত্রে কি করণীয়?
২। এক দিরহাম এর কম পরিমান বীর্য যদি বিছানায় লাগে সেক্ষেত্রে কি বিছানা নাপাক হয়?
৩। যদি নিশ্চিত না হতে পারি  বিছানায় বীর্য লেগেছে কি না সেক্ষেত্রে কি বিছানা কাথা লেপ বালিশ এগুলো চেক করা জরুরি?  প্রায় সময় মনে হয় এতো সামান্য পরিমাণ নাপাকি মনে হয়  বিছানায় লাগবে না। তবু ও সন্দেহ হয়। এক্ষেত্রে কি করণীয়।
৪। আর ওয়াস ওয়াসা থেকে,  স্বপ্নদোষ থেকে বাচার কি আমল করতে পারি?

1 Answer

0 votes
by (583,410 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ঘুম থেকে উঠে কাপড়ে আর্দ্রতা দেখলে এর সর্বমোট ১৪ টি সূরত হতে পারে। 
স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে।এবং স্বরণ না থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে। 

স্বপ্নদোষ স্বরণ না থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ(বিধান সহ)যথাঃ- 

(১)বীর্য সম্পর্কে নিশ্চিত(ফরয হবে) 

(২)মযি সম্পর্কে নিশ্চিত।(ফরয হবে না) 

(৩)ওদী সম্পর্কে নিশ্চিত(ফরয হবে না) 

(৪)বীর্য না মযি? এ নিয়ে সন্দিহান।(তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে) 

(৫)বীর্য না ওদী? এ নিয়ে সন্দিহান।(তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে) 

(৬)মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।(ফরয হবে না) 

(৭)বীর্য না মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।(তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে) (মিনহ্তুল খালিক-১/৫৮) 

বিঃ দ্র; ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রাহ কে তারাফাইন বলা হয়ে থাকে।এবং ইমাম আবু-হানিফা ও আবু ইউসুফকে শায়খাইন বলা হয়ে থাকে।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/11414

(২)
এক দিরহাম এর কম পরিমান বীর্য যদি বিছানায় লাগে সেক্ষেত্রে বিছানাকে নাপাক হিসেবে বিবেচনা করা যাবে না। হ্যা, উক্ত বিছানাতে নামায না পড়াই উত্তম হিসেবে বিবেচিত হবে।

(৩)
মনে সন্দেহ আসলেই বিছানা চেক করতে হবে।বিছানাকে চেক করার পর দিরহাম হলে ধৌত করতে হবে।

(৪)
যেই বিষয়ের ওয়াসওয়াসা আসবে, সেই বিষয়কে নিয়ে কোনো টেনশন করবেন না।আল্লাহর কাছে দু'আ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...